Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা-#সাধারণ_নই_আমি--- #সন্মিতা_দেবনাথ
(প্রথমেই বলে রাখি - সমাজের সকল পুরুষের ক্ষেত্রে কবিতাটি প্রযোজ্য নয় । এটা শুধুমাত্র সেইসব পুরুষের উদ্দেশ্যেই লেখা যারা নারীকে ভোগ্যবস্তু ছাড়া আর কিছু মনে করে না । আমার চোখে নারী - পুরুষের ক…

 


কবিতা-#সাধারণ_নই_আমি

--- #সন্মিতা_দেবনাথ


(প্রথমেই বলে রাখি - সমাজের সকল পুরুষের ক্ষেত্রে কবিতাটি প্রযোজ্য নয় । এটা শুধুমাত্র সেইসব পুরুষের উদ্দেশ্যেই লেখা যারা নারীকে ভোগ্যবস্তু ছাড়া আর কিছু মনে করে না । আমার চোখে নারী - পুরুষের কোনো ভেদাভেদ নেই ; সকলেই মানুষ । আমার বাবা , দাদা , ভাই , ভালোবাসার মানুষ - এরা সকলেই পুরুষ । এদের সবাইকে আমি ভালোবাসি , শ্রদ্ধা করি । পুরুষবিদ্বেষী কখনই নই , এটা শুধু একটা প্রতিবাদের কবিতা । তাই সুস্ঠ সমালোচনা আশা করি । )

--------------------------------------


   #সাধারণ_নই_আমি

       -----#সন্মিতা


আমি একটা সাধারণ মেয়ে ।

নম্র, লাজুক.....

আর অনেকখানি ঘরোয়া ।

আমার কোমল দুই হাত

কোনোদিন অস্ত্র ধরতে শেখেনি ।

মা-বাবা কোনোদিন রাগতে শেখায়নি ।

লজ্জা নারীর ভূষণ - এই-ই জেনে এসেছি কেবল ,

আর মাথা নিচু করে মেনে নিয়েছি 

কোনো পুরুষের নোংরা তীর্যক চাহনি ,

ঘৃণ্য হাতের স্পর্শ ,

সম্মানহানিকর চটুল কথা ।

আমি যে মেয়ে ;

মেয়েমানুষদের যে অনেক কিছুই মেনে নিতে হয় !


কিন্তু যখন দেখি ছোট শিশুগুলো

পুরুষের বিকৃত লালসার শিকার হয় ,

কুঁড়ির মত শিশুশরীরে যখন তারা

যোনি সন্ধান করে ,

কচি নরম ঘাসের মত নিস্পাপ শরীরকে

চটকে ক্ষত-বিক্ষত করে ......

তখন আর মেনে নিতে পারি না ।

লাজুক মেয়েমানুষের তকমা ছেড়ে আমি হয়ে উঠি,

নির্ভীক , প্রতিবাদী , দৃপ্ত নারী ।

নম্রতার খোলস ভেঙ্গে বেরিয়ে আসে

আমার উগ্রচন্ডী রূপ ,

যার চোখ দিয়ে ঝরে আগুন ।

যে আগুনে পুড়িয়ে ছাই করে দিতে পারি

ঘৃণ্য পশুগুলোর কদর্য দেহ ।

পাপ মুছতে কালী রূপ ধারণ করতে পারি ,

আকন্ঠ রক্ত পান করতে পারি ,

দশভূজা রূপে অস্ত্র ধারণ করে

অসুরনিধন করতে পারি ।


আক্রান্ত শৈশব , 

আক্রান্ত আমি ,

আক্রান্ত আমার মত লক্ষ লক্ষ লাজুক নারী ।

ধর্ষক , জেনে রাখো -

আর মেনে নেব না আমরা......

তোমার হাতে অপমানিত হতে হতে

এই সাধারণ মেয়েই একদিন 

হয়ে উঠবে অসাধারণ

হয়ে উঠবে তোমার কাল  !! 

তখন কোথায় পালাবে তুমি ?

ভেবে দেখেছো ?


#copyright_proyected