Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#কবিতা#শেষ_থেকে_শুরু#গোপা_ব্যানার্জ্জী 
আজ শেষ থেকে শুরু হোক কবিতাআজ হয়ে যাক আলোর পথে ফেরা নতুন করে লিখবো উপাখ্যান হোকনা জীবন চক্রব্যূহে ঘেরা !
কি পেয়েছে কিবা পায়নি জীবনএসব কথা ভেবেছি অনেক বসেআজকে উপলব্ধি করেছে মন শূন্যই থাকে সব হি…

 


#কবিতা

#শেষ_থেকে_শুরু

#গোপা_ব্যানার্জ্জী 


আজ শেষ থেকে শুরু হোক কবিতা

আজ হয়ে যাক আলোর পথে ফেরা 

নতুন করে লিখবো উপাখ্যান 

হোকনা জীবন চক্রব্যূহে ঘেরা !


কি পেয়েছে কিবা পায়নি জীবন

এসব কথা ভেবেছি অনেক বসে

আজকে উপলব্ধি করেছে মন 

শূন্যই থাকে সব হিসেবের শেষে!


বহু বাসনায় চেয়েছিলাম যা কিছু

সে ছিলো শুধুই মোহ নিতান্ত

জীবন তরী সঁপে দিলাম তাঁর পায়ে

যিনি শাশ্বত , যিনি অনন্ত!


বঞ্চিত যদি হয়ে থাকি কিছুতে

হয়তো ছিলোনা যোগ্য আমার জন্য

তাঁর আলোয় পেয়েছি নতুন দিশা

তাঁরই কৃপায় জীবন হোক আজ ধন্য!

©®গোপা