Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এবিটিএ-এর উদ্যোগে চন্দ্রকোনা রোড়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : নিখিল বঙ্গ শিক্ষক সমিতি(এবিটিএ) চন্দ্রকোনা রোড আঞ্চলিক শাখার পক্ষ থেকে সোমবার গড়বেতা তিন নং ব্লকে প্রথম নয়াবসত পার্ব্বতীময়ী শিক্ষা নিকেতন থেকে ৬৭৫ নম্বর পেয়ে মাধ্যমিক উত্তীর্ণ রিয়া দত্ত,৬…


নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : নিখিল বঙ্গ শিক্ষক সমিতি(এবিটিএ) চন্দ্রকোনা রোড আঞ্চলিক শাখার পক্ষ থেকে সোমবার গড়বেতা তিন নং ব্লকে প্রথম নয়াবসত পার্ব্বতীময়ী শিক্ষা নিকেতন থেকে ৬৭৫ নম্বর পেয়ে মাধ্যমিক উত্তীর্ণ রিয়া দত্ত,৬৬৮ নম্বর পেয়ে ব্লকে দ্বিতীয় দেবার্চ্চনা বসু,চন্দ্রকোনা রোড সারদাময়ী হাইস্কুল থেকে ৬৬৫ নম্বর পেয়ে ব্লকে তৃতীয় সৌহার্দ্য বিশইকে তাদের বাড়িতে গিয়ে সংবর্ধিত করা হয়। রিয়া অনেক প্রতিকূলতাকে জয় করে এগিয়ে চলেছে সেই জন্য তাকে উৎসাহ দেয়ার জন্য আঞ্চলিক শাখার পক্ষ থেকে ২০০০ টাকা প্রদান করা হয়। একইসঙ্গে ২০২৫ সালের উচ্চ-মাধ্যমিকে ডাবচা নবকোলা হাইস্কুল থেকে সৌনাভ জাশু ৪৪৮ নম্বর পেয়ে ব্লকে প্রথম , ৪৮৩ নম্বর পেয়ে বিশাল সাহা ব্লকে দ্বিতীয় এবং ৪৭১ নম্বর পেয়ে সৃজনশীল খামরই ব্লকে তৃতীয় হয়েছে তাদেরকেও বাড়িতে গিয়ে সংবর্ধিত করা হয়।উত্তরীয়, পুষ্পস্তবক, মানপত্র ও মিষ্টি দিয়ে অভিনন্দন জ্ঞাপন করা হয় ।ভবিষ্যতেও নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ,চন্দ্রকোনা রোড আঞ্চলিক শাখা তাদের পাশে থাকবে।উপস্থিত ছিলেন আঞ্চলিক শাখার সভাপতি স্বপন মন্ডল, সম্পাদক উত্তম মান্না, ডাবচা নবকোলা হাই স্কুলের প্রধান আচার্য সন্দীপ মুখার্জি ,জোনাল নেতৃত্ব জাকির হোসেন খান ,ভাস্কর চন্দ্র মন্ডল, চিন্ময় ঘোষ, মানস পাল ,মানস মাইতি, মানস পাত্র ,বিদ্যুৎ সিং, মনোরঞ্জন বেরা, তপন খামরুই প্রমূখ |