#দৈনিক_কবিতা_প্রতিযোগিতা
#তোমরা_জগতের_কাঙ্গাল
ডা.শামস রহমান ১০ কার্তিক'১৪২৭;২৬/১০/২০
চাঁদের মাঝে কলঙ্ক বলি তারে,সোহাগে চাঁদমুখ তবু সজনীসেদিন ফুলে কাঁটা বিঁধেছিল,তবু তোমায় কণ্ঠে জড়াতে ভুলিনি!মনের মাঝে যত সংশয় কার দোষে,সেকি বুঝতে …
#দৈনিক_কবিতা_প্রতিযোগিতা
#তোমরা_জগতের_কাঙ্গাল
ডা.শামস রহমান
১০ কার্তিক'১৪২৭;২৬/১০/২০
চাঁদের মাঝে কলঙ্ক বলি তারে,সোহাগে চাঁদমুখ তবু সজনী
সেদিন ফুলে কাঁটা বিঁধেছিল,তবু তোমায় কণ্ঠে জড়াতে ভুলিনি!
মনের মাঝে যত সংশয় কার দোষে,সেকি বুঝতে পারেনি
বাতাস বলে কর্ণকুহুরে,পায়ের আওয়াজ পেলো কি রজনী!
ধরার বুকে প্রেম সর্বজনবিদিত,কেউ অস্বীকার কখনো করেনি
মাটি বলে মায়া জাগরুক যে মনে,তার ছোঁয়ায় যেন সে ধন্যি!
আকাশের কাছে জানতে চেয়েছি,অতদূরে থেকে মায়া কি সে জাগায়নি
জোছনা বলে গেল চুপিসারে কানে,আমার প্রেমে কার মন ভরেনি?
সূর্য বলেছে,তোমাদের কাছে আসি তাই বেঁচে আছো এ জগতে
হাজার কোটি বার এসো ঘুরে ফিরে, তুমি বিনা ভুবন রবে না সততে!
কি মায়া ছড়িয়ে সংসার পরিবারে,অভুক্তরে দাও দানাপানি
ভালোবেসে বিরহ বিবাদে জড়িয়ে পড়ে,তবু এক হয়ে যায় জানি!
তোমরা আছ যত কুলাঙ্গার সংসারে হাতেগোনা আনি দু'আনি
বিরোধটা সমাজ সংসারে তাদের নিয়ে,মিছে কর হানাহানি!
ভুবন এখনো অসুন্দর নয়,হতে পারে তোমাদের লোভ-লালসা মহামারী
অন্ন কেঁড়েছ মুখে দেবার আগে,চাল আকালও তোমাদের তৈরী!
বসত কেঁড়ে নাও,ভূমি থেকে উৎখাত কর,যত অধিকার সর্বপ্রথমে
আমাদের আশা ভেঙ্গে টুকরো কর,যেন হাতুড়ী ঠুকে প্রস্তরে,মর্মে!
দিনগুলো কারও সমান যায়না,সবই তার হিসাব নেবে যে কাল
পিঠে খেয়েছি আজ পেটে সইবো কাল,তোমরা জগতের কাঙ্গাল!
#কবিস্বত্ব_সংরক্ষিত।