🌼🌼🌼🌼♥️🌼🌼🌼🌼#কবিতা _নয় #অমলকান্তিরা #মন্দিরা ঘোষ
অমলকান্তিরা রোদ্দুর হতে পারেনি,ডেভিড ক্যামেরনের স্বপ্ন ছোঁয়া হয়নি। ওদের কেউ অন্ধকারে হারিয়ে গেছে,কেউ বা আবার অসময়ে কবরে শুয়ে আছে। আমিও চেয়েছিলাম একজন কেউ হব, …
🌼🌼🌼🌼♥️🌼🌼🌼🌼
#কবিতা _নয়
#অমলকান্তিরা
#মন্দিরা ঘোষ
অমলকান্তিরা রোদ্দুর হতে পারেনি,
ডেভিড ক্যামেরনের স্বপ্ন ছোঁয়া হয়নি।
ওদের কেউ অন্ধকারে হারিয়ে গেছে,
কেউ বা আবার অসময়ে কবরে শুয়ে আছে।
আমিও চেয়েছিলাম একজন কেউ হব,
সকলে আমাকে মাথায় তুলে নাচবে।
সেই কৈশোর থেকেই লেখালেখি করি,
প্রশংসা পাওয়ার জন্য কলম ধরি।
এরকম কতজন আছে আমি জানি,
যাদের জীবনটা কাটাতে হয় শুধু ঘোরাতে ঘানি।
কতদিন পেট ভরে খাওয়া হয়না,
রাজু বৈরাগী আজ আর ভিক্ষেও পায়না।
একদিন যার গানে মুগ্ধ হত লোকে,
আজ সেই অনুভা দেবীর বড়ই কষ্টে কাটে ।
কারণ এরা কেউ স্বার্থ দেখেনি,
প্রয়োজনে একটাও পয়সা সঞ্চয় করেনি।
শুধুমাত্র ভাগ্যকে দোষ দিতে নেই,
নিজের কাজ নিজেই করতে হবেই।