বেঁচে থাকার স্বাধীনতা -----------------------অমিত কুমার নস্কর ১৬ | ১০ | ২০২০
বেঁচে আছি এ কথাটা বিশ্বাস হয় না কতবার যে মরেছি বেঁচেছি মরতে মরতে বেঁচেছি আবার বেঁচে থেকে বারবার মরেছিঠিক গোলকধাঁধার মতো আর কি অবাক করা জীবন বৃত্তান্ত ..…
বেঁচে থাকার স্বাধীনতা
-----------------------
অমিত কুমার নস্কর
১৬ | ১০ | ২০২০
বেঁচে আছি এ কথাটা বিশ্বাস হয় না
কতবার যে মরেছি বেঁচেছি
মরতে মরতে বেঁচেছি
আবার বেঁচে থেকে বারবার মরেছি
ঠিক গোলকধাঁধার মতো আর কি
অবাক করা জীবন বৃত্তান্ত .......
জন্ম হয়েছে যতবার মৃত্যু তার চেয়েও বেশি
নাড়ীতে নাড়ীতে অবিরাম ঘাত প্রতিঘাত ;
ঘরে বাইরে টানাটানি যুদ্ধ খেলা
বিপদ জ্ঞাপক সাইরেন পরম সঙ্গী ,
মনে প্রাণে চাইছি কোথাও পালিয়ে যেতে
নিস্তার পেতে --------
বুকের ভেতরটা সবসময়
সুপার ফাস্ট ট্রেন ......
একদিন পাগলা হাটে চিড়িয়াখানায়
গেছিলাম
ক্ষুধার্ত সিংহের গাল থেকে জল ঝরছে
হরিণকে তাড়া করে চলেছে বাঘ ,
এসব দেখে অঙ্গভঙ্গিতে বন মানুষটা
বেশ মজা করছে
আমিও তাল মিলিয়ে ঘাড় বেঁকিয়ে
বিপ্লবী হলাম ।
ওদের সঙ্গে আমার কোন পার্থক্য
রইলো না .......
একটা ছেঁড়া ক্যালেন্ডারের পাতা
বাঘের খাঁচার সামনে
কুড়িয়ে নিয়ে দেখলাম চেনা
সেই মানুষটা ------
দু ফোঁটা রক্তের বদলে বেঁচে থাকার
স্বাধীনতা চেয়েছিল
সে রক্ত এখনো ঝরছে ,,,,
হায় ! স্বাধীনতার মুকুট মাথায় নিয়ে
মানুষ কিন্তু আজও
স্বাধীন হতে শেখেনি .......
*স্বত্ত্ব সংরক্ষিত*
অমিত