Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বেশ্যা বাড়ির মাটি ছাড়া দেবী অসম্পূর্ণআমরা থাকি আলোর নীচে ওদের আঁচল শূন্য। 
যাদের বাড়ির মাটি ছাড়া দেবী পুজো হয়না,সাধারণের পাঁচটা পুজোয় ওদের প্রবেশ কেউ চায় না।
মা কি তবে চাওয়া না চাওয়ার ইচ্ছের মুঠোর মধ্যে, মা কি কারো একার??
প্রশ্ন রাখ…

 


বেশ্যা বাড়ির মাটি ছাড়া দেবী অসম্পূর্ণ

আমরা থাকি আলোর নীচে ওদের আঁচল শূন্য। 


যাদের বাড়ির মাটি ছাড়া দেবী পুজো হয়না,

সাধারণের পাঁচটা পুজোয় ওদের প্রবেশ কেউ চায় না।


মা কি তবে চাওয়া না চাওয়ার ইচ্ছের মুঠোর মধ্যে, 

মা কি কারো একার??


প্রশ্ন রাখলাম সবার কাছে, উত্তর আসুক না হয় ভিন্ন আকার।


তুই শিবের ঘরের রাজেন্দ্রাণী নিজেও আলোয় থাকিস,

ওদের জীবন অাঁধার দিয়ে কেন শুধু ঢাকিস।


যারা সোনাগাছির নাম শুনলে নাক কুঁচকোন, আভিজাত্যের স্পর্শে কোথাও যেন একটু ছ্যাঁকা লাগে, তাদের মুখে সরাসরি ঝামা ঘসেছেন মীর অফসর আলি।


আমি গর্বের সাথে আমার কলমে লিখতে পারি ওদের জীবন যাত্রার কথা, কারন ওরা ওখানে এই জীবন চালায় বলেই আমরা সুরক্ষিত। একথা স্বীকার করতে লজ্জা কোথায়??


প্রতিমার অর্থঃ  প্রতি = মা


যতবারই এই নিয়ে কোনো প্রতিবেদন চোখে পড়বে, ততবারই আমার কলমের প্রতিটি অক্ষরে উঠে আসবে ওদের কথা।


মাথায় রাখবেন কোনো একদল পুরুষের জন্যই কিন্তু আজকের সোনাগাছি অঞ্চল সোনাগাছি হয়েছে। কোনো নারীর জন্য নয়। ৬৫,০০০ যৌনকর্মী এখানে একদিনে এমনি এমনি হয়নি।


ওদের পুজোটাও সগর্বে বুক ফুলিয়ে দেখে আসুন। অন্যান্য পুজো দেখতে যাওয়ার মত।  ওদের বাজেট মাত্র ২ লক্ষ টাকা।, না আপনার কাছে কেউ এক টাকাও চাইবেনা। দেখে আসুন  যারা ৩৬৫ দিন অন্ধকারে থাকে তারাও ১ টা দিন ঝাড়বাতির আলো উপভোগ করতে জানে।


আয়নার সামনে দাঁড়িয়ে বিবেক বোধ জাগিয়ে তুলুন, যা আজ অন্তর্হিত........ 


এবারের পুজোর ঠিকানা হোকঃ 

১৪৩/C মসজিদ বাড়ি স্ট্রীট..........