দৈনিক প্রতিযোগিতাবিভাগ কবিতা
#বিষয়_কবিতা
#স্বপনে #এনেদিলো #ভোর
#পবনকুমারসাহা
২/১০/২০১৯
কে তুমি ঘুরে ঘুরে দেখো আরচোখে মোরে? মনে হয় সে মনে মনে ভাবে কোনো স্মৃতি কথারাখা আছে তার মনের কাছে পূর্বজন্মের অতিত তার কিছু ছোঁয়া লেগে…
দৈনিক প্রতিযোগিতা
বিভাগ কবিতা
#বিষয়_কবিতা
#স্বপনে #এনেদিলো #ভোর
#পবনকুমারসাহা
২/১০/২০১৯
কে তুমি ঘুরে ঘুরে দেখো আরচোখে মোরে?
মনে হয় সে মনে মনে ভাবে কোনো স্মৃতি কথা
রাখা আছে তার মনের কাছে পূর্বজন্মের অতিত
তার কিছু ছোঁয়া লেগে আছে
কোনো রাতের শেষ পহরের ভোর ,।
ঠিকানাটা মনে নেই খোঁজে রোজ হাড়ানো দোর
বারে বারে ঘোরে ফেরে একি পথে রোজ চলে
চোখে চোখ রেখে দেখা লাজুক লতায় মুখ আঁকা,
কি মিষ্টি লাগে দুই গালে টোল এক গাল হাসি,
সোনালি চুল বাতাসের দোলায়
নয়ন দুটিকে দেয় ঢেকে।
চলন পথে লাগলো হোচোট যাবে বুঝি এই পরে
ছুঁটে এগিয়ে ধরবো ভাবি দুই বাহুতে দেবো জোড়
ওড়নাটা হাওয়ায় যাচ্ছে উড়ে
লুজুকতা আরেটু বাড়ে
মনে ভাবি দেবে ধরা ,ওর নেশা ঘুরে ঘুরে চড় ধরা।
হয়তো আমারে চায়, তবু ঘুর পথ কেনো যে দেখায়
রেড়ে যায় মোর আড়ো বেশি ঝোক
তার চেনা পথ সে আমারে দেখায় রথ
দরি ধরে টানে মোরে
আমা বোকা হাঁদা ওর প্রেমে বাঁধা
ফেরাতে পারিনা চোখ।
আজ শুধুই দেখা চোখে চোখ রাখা
ইসারাতেই হয়ে গেলো কথা
আজ আমি সেই পথে নেই দরি তার হাতে
বেনিতে বাঁধা চেনা মনের কামিনির
পেয়ে গেছি গন্ধ মুক্ত আলোর ছন্দ
এক সুরে মেলাই দুজনে গলা ।
গিয়ে বসি নিরালায় গাছতলে
ঝড়ে ভাঙা স্বপ্ন ফিরে পেয়ে দিলো মনে দোলা
কত দিনের চেনা ব্যথা
ছোঁয়ায় পেয়ছি হারানো ছন্দ
নতুনে সাজিয়ে নেবো তার হৃদয়
হারানো গন্ধের ছন্দ।