Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#দুঃখবিলাস#প্রদীপ্ত ব্যানার্জ্জী
দুঃখ তোকে পাই না রে ভয়তুই তো নিকট বন্ধু আমার,তোকে নিয়েই সৃষ্টি করিভালোলাগার যৌথ খামার।
বিষাদ তুই,আয় বুকে আয়অনন্তকাল থাক না সাথে,এক হাতে দেখ ফুল নিয়েছিরেখেছি কাঁটা অন্য হাতে!
অশ্রু আয় রে চোখের কোলেভা…


 #দুঃখবিলাস

#প্রদীপ্ত ব্যানার্জ্জী


দুঃখ তোকে পাই না রে ভয়

তুই তো নিকট বন্ধু আমার,

তোকে নিয়েই সৃষ্টি করি

ভালোলাগার যৌথ খামার।


বিষাদ তুই,আয় বুকে আয়

অনন্তকাল থাক না সাথে,

এক হাতে দেখ ফুল নিয়েছি

রেখেছি কাঁটা অন্য হাতে!


অশ্রু আয় রে চোখের কোলে

ভাসুক স্মৃতি অঝোর ধারায় 

ভিজুক দুগাল ভিজুক চিবুক

আসুক প্লাবন সুখের পাড়ায়!


মলিন হাসি খুব দাপটে 

ঠোঁটের কোণে বেঁধেছে বাসা,

এই হাসিটাই থাক অমলিন

নীরব ঠোঁটে অজানা ভাষা!


অলস সকাল শ্রান্ত বিকেল

মত্ত সন্ধ্যা পার হয়ে যায় ,

লুকিয়ে রাখা দুঃখগুলো

নিঝুম রাতে আশকারা পায়!


তোমরা বলো দুঃখবিলাস

আমি বলি এই আছি বেশ 

বিষাদ-প্রেমে দিনের শুরু

ব্যথার কাব্যে হয় দিন শেষ!


দুঃখ বিষাদ কান্না হাসি

ভালোই আছি ওদের নিয়ে, 

তোমার ভাগের দুঃখ বিষাদ

আমায় না হয় যেও দিয়ে!

...................©..............প্রদীপ্ত