পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া অনুদানের পঞ্চাশ হাজার টাকা পেতে যখন পুজা কমিটি গুলি আদা জল খেয়ে মাঠে ঠিক তখন টাকা পেয়ে ও তা ফেরত দিয়ে দিলেন শিবপুর মিতালি সঙ্ঘ ।এক নজির স্থাপন করলেন ক্লাবের সদস্যরা ।বাজে শিবপুর মোড়ের ওপর সে কথা লিখে টাঙা…
পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া অনুদানের পঞ্চাশ হাজার টাকা পেতে যখন পুজা কমিটি গুলি আদা জল খেয়ে মাঠে ঠিক তখন টাকা পেয়ে ও তা ফেরত দিয়ে দিলেন শিবপুর মিতালি সঙ্ঘ ।এক নজির স্থাপন করলেন ক্লাবের সদস্যরা ।বাজে শিবপুর মোড়ের ওপর সে কথা লিখে টাঙানো রয়েছে।আর তাতে পরিস্কার লেখা অনুদানের টাকা আমরা ফেরত দিলাম।
ক্লাব কর্মকর্তা সমীর তালুকদার জানালেন না জেনে আমাদের সঙ্ঘের ছোটরা ক্যানসেল চেক দিয়ে শিবপুর থানায় আবেদন করেছিলো।একথা সত্য ।কিন্তু আমরা তো কোন চাঁদা তুলে পুজো করিনা।সমস্ত পুজোর খরচ বহন করে আমাদের সদস্য রাই।তাই এই পরিপেক্ষিতে আমরা সরকারী অনুদান নিতে আগ্রহী নয়।আর সেই কারনেই এই টাকা আমরা সরকারী কোষাগারে ফেরত দিলাম।
করোনা কালে পুজোর চাঁদা সে ভাবে উঠবে না।তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষনা করেন এই অনুদানের।এতে করে পুজো কমিটির সুবিধা হবে।
যদিও কোর্টের রায় এই টাকা স্যানিটাইজার ও মাস্ক বিতরন করতে হবে সত্তর ভাগ।বাকি পুলিশ সহ অন্য খাতে ।আর পুজো কমিটি গুলিকে এর সঠিক হিসাব ও দাখিল করতে হবে।
শিবপুর মিতালি সঙ্ঘ এই টাকা হাতে পেয়ে ও তা ফিরিয়ে দেওয়া তে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ।
প্রসঙ্গত উল্লেখ্য বামফ্রন্টের মন্ত্রী প্রলয় তালুকদার এই ক্লাবের মেম্বার ছিলেন জীবদ্দশায় ।
তরুন চট্টোপাধ্যায় ।