তমলুকে চলছে কুমারী পুজো।মহা নবমীর হোম এর পরেই কুমারী পূজা চলছে তমলুকের ইয়ুথ স্পোর্টিং ক্লাবে।প্রত্যেক বছর যে ভাবে বাদ্যযন্ত্র বাজিয়ে কুমারীকে শোভাযাত্রা সহকারে মণ্ডপে আনা হতো এবারে সবাই এর অন্তরালে কুমারীকে মণ্ডপে আনা হয়েছে।ক…
তমলুকে চলছে কুমারী পুজো।
মহা নবমীর হোম এর পরেই কুমারী পূজা চলছে তমলুকের ইয়ুথ স্পোর্টিং ক্লাবে।প্রত্যেক বছর যে ভাবে বাদ্যযন্ত্র বাজিয়ে কুমারীকে শোভাযাত্রা সহকারে মণ্ডপে আনা হতো এবারে সবাই এর অন্তরালে কুমারীকে মণ্ডপে আনা হয়েছে।কুমারী পুজো দেখতে প্রত্যেক বছর যে ভাবে ভিড় জমাতো দর্শনার্থীরা এবারে মহামারী করোনা ভাইরাসের আক্রান্তের ভয়ে ফাঁকা মন্ডপ এর মধ্যেই চলছে কুমারী পুজো।