পূর্ব মেদিনীপুর জেলার এগরা ফ্রেন্ডস্ ইউনাইটেড ক্লাবের দুর্গা পুজো মন্ডপ ভার্চুয়েল সভার মাধ্যমে উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্ন সভাঘর থেকে ভার্চুয়েল সভার মাধ্যমে রাজ্যের বিভিন্ন পুজো মন্ডপের সঙ্গে এ…
পূর্ব মেদিনীপুর জেলার এগরা ফ্রেন্ডস্ ইউনাইটেড ক্লাবের দুর্গা পুজো মন্ডপ ভার্চুয়েল সভার মাধ্যমে উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্ন সভাঘর থেকে ভার্চুয়েল সভার মাধ্যমে রাজ্যের বিভিন্ন পুজো মন্ডপের সঙ্গে এগরা ফ্রেন্ডস্ ইউনাইটেড ক্লাবের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের পরেই ভার্চুয়েল মাধ্যমে সমস্ত দর্শনার্থি দের শুভেচ্ছা জানান কাঁথি লোকসভার সংসদ শিশির অধিকারী।
এই উদ্বোধন অনুষ্ঠানে পুজো মন্ডপে উপস্থিত ছিলেন এগরা মহকুমা শাসক অপ্রতীম ঘোষ, এগরা মহকুমার S D P O জনাব বদৃজামান সাহেব,এগরা থানার O C কাশিনাথ চৌধুরী। আজ বৃহস্পতিবার 15 / 10/ 2020 বিকেল 4 টায় ভার্চুয়েল সভার মাধ্যমে এই পুজো মন্ডপের উদ্বোধন হয়।