প্রেমে প্রত্যাখ্যান, প্রেমিকার গলা ও হাত কেটে নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা প্রেমিক এর।। আশঙ্কাজনক অবস্থায় প্রেমিক-প্রেমিকা পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ভর্তি।
পূর্ব মেদিনীপুর এর মহিষাদল থানার এলাকার ঘটনা। আশঙ্কাজনক উভয়েই। প্রেমি…
প্রেমে প্রত্যাখ্যান, প্রেমিকার গলা ও হাত কেটে নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা প্রেমিক এর।। আশঙ্কাজনক অবস্থায় প্রেমিক-প্রেমিকা পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ভর্তি।
পূর্ব মেদিনীপুর এর মহিষাদল থানার এলাকার ঘটনা। আশঙ্কাজনক উভয়েই। প্রেমিক এর নাম অসীম ঝুলকি (25) বাড়ি পাহালান পুর ও প্রেমিকা সুচিত্রা বাড় (17)বাড়ি মহিষাদল থানার বাসুলিয়া গ্রামে। জানা গিয়েছে সুচিত্রার সাথে অসীম ভালোবাসার সম্পর্ক গড়তে চেয়েছিল। হটাৎ সেই সম্পর্কে ছেদ পড়ে। আজ সুচিত্রা টিউশনি সেরে বাড়ি ফেরার সময় অসীম ঘিরে ধরে মোবাইল ছিনিয়ে নেয়। এরপর সুচিত্রা বাড়ি এসে অসীম এর মোবাইল এ কল করে। অসীম দেখা করতে বললে মেয়েটি দেখা করতে যায়। মেয়ের মা ও দিদি পেছন পেছন যায়। সেই সময়ই দুজনের মধ্যে বচসা হয়। ধারালো অস্ত্র দিয়ে অসীম প্রেমিকা সুচিত্রার গলা ও হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারতে থাকে। প্রেমিকাকে হত্যা করার চেষ্টা করে। পরে নিজের গলা কেটে হত্যা করার চেষ্টা করে। স্থানীয়রা দেখতে পেয়ে দুজন কে উদ্ধার করে প্রথমে মহিষাদল বাসুলিয়া গ্রামীন হাসপাতালে নিয়ে যায় ও পরে সেখান থেকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক। তার মধ্যে প্রেমিকার অবস্থা অতি আশঙ্কাজনক। SDPO তমলুক ও বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে পৌঁছেছে।