Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

যোগ্য বিরোধী মুখ নেই বিহারে তাই ফিরবে এন ডি এ,বলছে সমীক্ষা

। তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা।দেশমানুষডেস্ক :  বিহারের বিধানসভা ভোট দরজায় কড়া নাড়ছে।যোগ্য বিরোধী মুখ নেই।বিহারে ফিরছে এন ডি এ।এ খবর জানা গেছে ভোট সমীক্ষায় ।টাইমস নাও সি ভোটারের ওপিনিয়ন পোল জানিয়েছে এই কথা।বিহারের মসনদে আবার ও নাকি …

 

ছবি- নীতিশ কুমার, নরেন্দ্র মোদী(উইকিপিডিয়া)

। তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা।

দেশমানুষডেস্ক :  বিহারের বিধানসভা ভোট দরজায় কড়া নাড়ছে।যোগ্য বিরোধী মুখ নেই।বিহারে ফিরছে এন ডি এ।এ খবর জানা গেছে ভোট সমীক্ষায় ।টাইমস নাও সি ভোটারের ওপিনিয়ন পোল জানিয়েছে এই কথা।

বিহারের মসনদে আবার ও নাকি ফিরছে এন ডি এ জোট।হাসরথ কান্ড, লকডাউন, পরিযায়ী শ্রমিকদের দুর্দশা কোন কিছুই প্রভাব ফেলবে না বিহারের বিধানসভা ভোটে।বরং রাজ্যের বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে উঠে আসছে বিজেপির নাম।মোদি ম্যাজিক ছাড়া কি আর বলা যাবে।দ্বিতীয় স্থানে থাকবে বিজেপির জোট সঙ্গী নীতিশ কুমারের সংযুক্ত জনতা দল।তিন নম্বরে থাকবে লালু প্রসাদ যাদব ও তেজস্বী যাদবের রাষ্টীয় জনতা দল।একই সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমার কেই চাইছেন সিংহভাগ ।কিন্তু বিজেপি যে হেতু বেশি আসন পেতে পারে তাই চাপ থাকবে নীতিশের।
যে কোন রাজ্যের ভোটে একটি মুখ্যমন্ত্রী র মুখ দরকার ।আর সে মুখ নীতিশের।কারন নীতিশের মুখের গ্রহন যোগ্যতা আছে।পনের বছর ধরে তিনি বিহারের মুখ্যমন্ত্রী আছেন।
ক্ষমতায় থাকলে কিছু নেতিবাচক অভিযোগ তো থাকেই।নীতিশের ও আছে।তবুও সমীক্ষার ফলাফল বলছে তিনিই আবার মুখ্যমন্ত্রী হবেন।তবে চাপ থাকবে বিজেপি দলের।বড়দাদা বলে কথা।
বিরোধী দল গুলি অবশ্য বলছে এ সমীক্ষা ভুল।কারন নীতিশ কে চাইছেন না বিহারের মানুষ।কারন তিনি লকডাউন এ মানুষের সঙ্গে ছিলেন না।পরিযায়ী শ্রমিকদের হয়ে কাজ করেন নি।দলিত দের ও দেখেন নি।তবে সমীক্ষায় বলা হচ্ছে তিনি আবারও পরবর্তী মুখ্যমন্ত্রী ।এন ডি এ জোট ও ভোটে নামছেন নীতিশ কেই প্রজেক্ট করে।
সমীক্ষায় জানা গেছে এন ডি এ জোট আসন পাবে155 থেকে 160 টি।এর মধ্যে বিজেপি একাই 85 টি আসন দখল করবে।নীতিশের দল পাবে 70 টি আসন।নীতিশের সঙ্গে জোটে থাকা জিতন রাম মাঝির দল হিন্দুস্তান আওয়ার ও বিকাশ শীল ইনসান দল পাবে পাঁচ থেকে ছয় টি আসন।অন্যদিকে তেজস্বীর রাষ্টীয় জনতা এবার বেশ ধাক্কা খাবে বলে সমীক্ষায় জানা গেছে।কারন লালু প্রসাদ যাদব জেল বন্দী ।প্রচারে নেই।ফলে জনতাও সঙ্গে নেই।তবুও তাঁরা পেতে পারেন 56 টি আসন।তাদের সহযোগী কংগ্রেস পেতে পারে 15 টি আসন।বামদল গুলি পেতে পারে 5 টি।তবে সব থেকে চমক রাম বিলাস পাসোয়ানের লোক জন শক্তি  পার্টি ।একে তো রাম বিলাস নেই।দলটিও ছন্ন ছাড়া অবস্থায় ।আর এদের ভাগ্যে পাঁচ থেকে ছয় টি আসন আসবে বলে সমীক্ষায় উঠে এসেছে।
     তৃতীয় ফ্রন্টের আসাদ উদ্দিন ওয়াসির দলের অবস্থা ও করুন।বি এস পির মায়াবতীও তাই।তৃতীয় ফ্রন্টের ভাগ্যে আসতে পারে পাঁচ ছটি আসন।
এটি অবশ্যই সমীক্ষায় এসেছে।এর সত্যি মিথ্যা যাচাই করা হয়নি।সমীক্ষা টি করেছে টাইমস নাও সি ভোটারের ওপিনিয়ন পোল।বাস্তবে কি ঘটে তা দেখার।
বিহারের পরেই বাংলার ভোট।বিহারের ভোটে এন ডি এ ভালো ফল করলে অক্সিজেন পাবে বাংলার বিজেপি।
তাই অপেক্ষা ।সমীক্ষায় ফল তো সব সময় নাও মিলতে পারে।বঙ্গের ভোটে আবার মমতা না পরিবর্তন করে বিজেপি ।সেটিই দেখার।