ফুল বিহীন মহাষ্টমীর পুষ্পাঞ্জলী চলছে তমলুক শহরে।মহামারীকরোনা আবহাওয়ার মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে দেবী দুর্গার কাছে মহাষ্টমীর পুষ্পাঞ্জলী দিতে ভিড় জমিয়েছে ভক্তরা। করোণা আক্রান্তের ভয় কারোর হাতে ফুল দেওয়া হচ্ছে না। মুখে …
ফুল বিহীন মহাষ্টমীর পুষ্পাঞ্জলী চলছে তমলুক শহরে।
মহামারীকরোনা আবহাওয়ার মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে দেবী দুর্গার কাছে মহাষ্টমীর পুষ্পাঞ্জলী দিতে ভিড় জমিয়েছে ভক্তরা। করোণা আক্রান্তের ভয় কারোর হাতে ফুল দেওয়া হচ্ছে না। মুখে মাক্স পরে হাতজোড় করে মন্ত্র উচ্চারণ এর মাধ্যমে মহাষ্টমীর পুষ্পাঞ্জলী চলছে।
এক ক্লাবকর্তা জানালেন, "কোভিড ৯০কে মেইনটেইন করে , দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে মায়ের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ক্লাবের পক্ষ থেকে কোন ফুল দেওয়া হচ্ছে না। স্যানিটাইজ এবং মাস্ক দেওয়ার ব্যবস্থা আছে।"