তমলুক শহরে মন্ডল বাড়িতে চলছে সন্ধিপুজো।তমলুক শহরের মন্ডল বাড়িতে চলছে সন্ধিপুজো। 25 বছর ধরে চলে আসছে মন্ডল বাড়ির পুজো। প্রত্যেক বছরের তুলনায় এ বছর একটু অন্য ভাবে পুজো করতে হচ্ছে। করোনা ভাইরাসের আক্রান্তের ভয়ে বাড়ির পুজোতেও ভ…
তমলুক শহরে মন্ডল বাড়িতে চলছে সন্ধিপুজো।
তমলুক শহরের মন্ডল বাড়িতে চলছে সন্ধিপুজো। 25 বছর ধরে চলে আসছে মন্ডল বাড়ির পুজো। প্রত্যেক বছরের তুলনায় এ বছর একটু অন্য ভাবে পুজো করতে হচ্ছে। করোনা ভাইরাসের আক্রান্তের ভয়ে বাড়ির পুজোতেও ভীতির সঞ্চার গ্রাস করেছে। প্রত্যেকবারই যেভাবে আত্মীয়-স্বজনরা ভিড় জমান বাড়িতে এবারে কিন্তু সব আত্মীয়রা আসতে পারেননি। তাই পরিবারের মনটা একটু খারাপ।108 টা প্রদীপ জ্বালিয়ে সন্ধিপুজো চলছে তমলুক শহরের মন্ডল বাড়িতে।