Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উদ্বোধন হলো স্রোত সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা

করোনা অতিমারিতে জনজীবনের আমূল পরিবর্তন ঘটেছে। জীবন জীবিকা নির্বাহের জন্য মানুষ পেশার ও পরিবর্তন হয়েছে। অজানা আতঙ্কে দিন কাটাচ্ছে সারা বিশ্ব। তার মধ্যেই খুঁজে নেওয়া জীবনের রসদ। সাহিত্যের  প্রতি অনুরাগ। সমস্ত রকম সাবধানতা মেনে উদ…

করোনা অতিমারিতে জনজীবনের আমূল পরিবর্তন ঘটেছে। জীবন জীবিকা নির্বাহের জন্য মানুষ পেশার ও পরিবর্তন হয়েছে। অজানা আতঙ্কে দিন কাটাচ্ছে সারা বিশ্ব। তার মধ্যেই খুঁজে নেওয়া জীবনের রসদ। সাহিত্যের  প্রতি অনুরাগ। সমস্ত রকম সাবধানতা মেনে উদ্বোধন হলো  পত্রিকা স্রোতের শারদ সংখ্যা।

কবি ও সম্পাদক রাজকুমার আচার্যের পত্রিকা স্রোতের শারদ সংখ্যা উদ্বোধন হলো আজ সকালে নন্দীগ্রামে। উদ্বোধন করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক অমৃত মাইতি। এ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ কুমার আচার্য বাপ্পাদিত্য মাইতি প্রদীপ গোল শাহিব আলম শাহ ও অন্যান্য কবি বন্ধুগণ ।

উদ্বোধক কবি, লেখক, ও সাহিত্যিক অমৃত মাইতি বলেন," লিটিল ম্যাগাজিনগুলো গ্রামবাংলার লেখক বন্ধুদের বিকশিত করার একটি বড় হাতিয়ার । লিটল ম্যাগাজিনের সম্পাদক বড় পত্রিকার মত করে ম্যাগাজিন তৈরি করতে অনেক আর্থিক বাধা। লেখা সংগ্রহের ক্ষেত্রে নামে লেখকদের লেখা তারা পায় না কিন্তু আমি মনে করি অনেক সুন্দর সুন্দর সময় ও সমাজকে ধরে নিয়ে গ্রামবাংলা লেখকরা তারা যে দক্ষতার পরিচয় দিচ্ছে যে কোন প্রতিষ্ঠিত লেখক কে ছাড়িয়ে যেতে পারে। বড় পত্রিকাতে নামে লেখকরা পয়সা পায় ছোট পত্রিকায় লেখা দিতে তাদের আগ্রহ তেমন দেখি না । তা সত্ত্বেও গ্রামবাংলার সাহিত্য ও সংস্কৃতি মূল্যবোধ সম্পর্কে অন্তর ছোঁয়া বাস্তবসম্মত লেখা পড়ে আমরা সমৃদ্ধ হই। হাজার প্রতিকূলতা থাকলেও খ্যাতির শীর্ষে উত্তীর্ণ হতে দেখছি ভালোই।"