#শিরোনাম- মন ভালো নেই#কলমে- সোমা গাঙ্গুলী#তারিখ- ১৮|১০|২০২০
কাকে বলবো আমার মন ভালো নেইগভীরভাবে ভালোবেসে আমি সর্বস্বান্ত।রাত্রিবেলা অবুঝ মনটার গোপন অশ্রু বালিশ ভেজায়এভাবেই কেটে যায় প্রতিদিন, চাওয়ার ভীষণ আকুলতায়।তোমার অপার্থিব প্…
#শিরোনাম- মন ভালো নেই
#কলমে- সোমা গাঙ্গুলী
#তারিখ- ১৮|১০|২০২০
কাকে বলবো আমার মন ভালো নেই
গভীরভাবে ভালোবেসে আমি সর্বস্বান্ত।
রাত্রিবেলা অবুঝ মনটার গোপন অশ্রু বালিশ ভেজায়
এভাবেই কেটে যায় প্রতিদিন, চাওয়ার ভীষণ আকুলতায়।
তোমার অপার্থিব প্রেম আমায় ছুঁয়ে যায়।
স্তব্ধ মনের অন্ধকারে আশার দীপ জ্বালায়।
আমার হৃদয়ের পত্রপুটে, বাসনার জলের অঞ্জলি গড়িয়ে যায়।
অতি গোপনে, মায়ার বাঁধন ছিঁড়ে যায়
মোহভরা মিথ্যেগুলো জীবন আকাশে
এঁকে দেয় এক অশনি সংকেত।
আমার অতৃপ্ত বাসনা, ব্যাকুলতা, মোহ
বন্ধনে বাঁধা স্বপ্ন, মিলিয়ে যায় সাদা মেঘের পারাবারে।
তোমাকে পেয়ে যে রঙ ধরে ছিল মনে
তার উষ্ণ আলিঙ্গন শিথিল হয়।
তারপর একদিন আমি নিজেই আমার
বিরহিনী সত্তাকে, অভিশাপ দিই।
রক্তবর্ণ আকাশে বিলীন হয় চিন্তার আখর
স্ফুলিঙ্গ থেকে দাবানল, ব্যাপ্তি হয় মহাজাগরণের।