ঝাড়গ্রামে শুরু হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রশাসনিক সভা। বুধবার দুপুরে ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রশাসনিক সভার শুরুতে মুখ্যমন্ত্রী উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দেন। ঝাড়গ্রামে অনেকেই মাস্ক পড়ছেন না বলে জা…
ঝাড়গ্রামে শুরু হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রশাসনিক সভা। বুধবার দুপুরে ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রশাসনিক সভার শুরুতে মুখ্যমন্ত্রী উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দেন। ঝাড়গ্রামে অনেকেই মাস্ক পড়ছেন না বলে জানান মুখ্যমন্ত্রী। প্রশাসনের পক্ষ থেকে মাস্ক দেওয়ার নির্দেশ দেন। যাদের নেই তাদের প্রয়োজনে মাস্ক কিনে দিতে হবে বলেও জানিয়ে দেন।
মাটির সৃষ্টি প্রকল্পে বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতিরা খুব ভালো ভাবে শোন। কি করতে হবে এই প্রকল্পে। প্রশাসনিক সভায় বুধবার ঝাড়গ্রামে বললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই প্রকল্প বিশ্বে পথ দেখাবে। মাটির সৃষ্টি ইউনিক প্রোগ্রাম। কর্মসংস্থান হবে।
গ্রামের রাস্তা দিয়ে যেন কোন ভাবেই ভারী গাড়ি যেতে না পারে তা দেখতে হবে পুলিশকে। ঝাড়গ্রামে প্রশাসনিক সভায় এই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, জঙ্গলকন্যা ব্রীজের উপর দিয়ে যেন বালি বোঝায় গাড়ি না যায় তা দেখতে হবে। নদী থেকে বালি তুলে ব্রীজ নরবড়ে করে দেওয়া যাবে না। এটা পুলিশকে দেখতে হবে। পথশ্রী প্রকল্প এর মাধ্যমে গ্রামীণ রাস্তা করা হচ্ছে। ঝাড়গ্রামের আমলাশোল থেকে ১৬ হাজার কিমি রাস্তা তৈরির কাজ শুরু হয়েছিল।
বেলপাহাড়ি থানার আইসি কে একপ্রকার ধমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ঝাড়গ্রামে প্রশাসনিক সভায় তিনি বলেন, বেল পাহাড়ি থেকে অভিযোগ আসতে শুরু করেছে। আইসি আপনি কতদিন আছেন। তিন বছর আছেন শুনে মুখ্যমন্ত্রী বলেন, আপনি কি অসহায় হয়ে পড়েছেন। কেন পুজো কমিতকে টাকা দেওয়া যাবে না বলেছেন। উত্তরে আইসি বলেন, ওই পুজো কমিটি ৩ বছর হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ পুলিশের কমিউনিটি প্রোগ্রাম থেকে সাহায্য করতে।
জঙ্গলমহল কে অনেক কষ্টে শান্ত করা হয়েছে। শান্তি ফিরিয়ে আনা হয়েছে। কোন ভাবেই যাতে সেই শান্তি বিঘ্নিত না হয় তা দেখতে হবে। পুলিশ ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়ক চুড়া মনি মাহাত র সাথে কথা বলার সময় তিনি বলেন, অনেক তোমার এলাকায় করে দিয়েছি। এখন আর কিছু চাইবে না। তুমি আগে জিতে আসো তার পর করে দেবো। অনেকে নির্বাচনের সময় টাকা নিয়ে আসবে। তার জেরে যাতে কোন সমস্যা সৃষ্টি না হয় তা দেখতে হবে। অনেক কষ্ট করে শান্তি নিয়ে এসেছি। জঙ্গলমহলের ছেলে মেয়েরা জুনিওর কনস্টেবল এ নিয়োগ করা হয়েছে। তাদের কনস্টেবল পদে উন্নীত করা হল। শান্তি করে দিয়েছি, রুখে দাঁড়াতে হবে।