নিজস্ব সংবাদদাতা, তমলুক: ময়নাতে রাজ্য সড়কের পাশ থেকে মানুষের মাথার খুলি উদ্ধার। মঙ্গলবার সাতসকলেই বলাইপণ্ডা ময়না রাজ্য সড়কের পাশে অন্নপূর্ণা বাজার এলাকার এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তদন্তে নেমে মাথার খুলি উদ্ধার এ…
উদ্ধার হওয়া খুলি |
নিজস্ব সংবাদদাতা, তমলুক: ময়নাতে রাজ্য সড়কের পাশ থেকে মানুষের মাথার খুলি উদ্ধার। মঙ্গলবার সাতসকলেই বলাইপণ্ডা ময়না রাজ্য সড়কের পাশে অন্নপূর্ণা বাজার এলাকার এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তদন্তে নেমে মাথার খুলি উদ্ধার এর পাশাপাশি ফরেনসিক রিপোর্ট এর জন্য তদন্তে পাঠিয়েছে জেলা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় বছর খানেক ধরেই ময়না বলাইপন্ডা রাজ্য সড়কের সম্প্রসারণের কাজ চলছে। সম্প্রতি জেসিবি নামিয়ে রাজ্য সড়কের দুই পাশে মাটি কেটে তা পাইলেন বানিয়ে কংক্রিটের করা হচ্ছিল। এমন পরিস্থিতি স্থানীয় জনবহুল অন্নপূর্ণা বাজার এলাকার মলয় বেরা নামে এক ইমারতি সামগ্রীর ব্যবসায়ীর দোকান রয়েছে। মেদিনীপুর থেকে ডাম্পারে বালি বোঝাই করে তা ওই ব্যবসায়ীর দোকান সংলগ্ন রাজ্য সড়কের পাশেই ফেলা হচ্ছিল। এদিন সকালে সেই বালি মেশিন ভ্যানে চড়িয়ে বিক্রির জন্য তুলে নিয়ে যাচ্ছিলেন শ্রমিকরা। সেই সময়ই সকাল সাতটা নাগাদ আচমকাই বালির ভেতর থেকে আস্ত একটি নর কঙ্কাল এর মাথার খুলি বেরিয়ে আসে। স্বভাবতই এমন খবর ছড়িয়ে পড়তেই এলাকাজড়ে তীব্র
চাঞ্চল্য ছড়ায়। ভিড় জমে আশপাশ এলাকার বহু মানুষের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ময়না থানার পুলিশ। তাদের চেষ্টায় মানুষের মাথার খুলিটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। এরপরই এই মাথার খুলির রহস্য ভেদে ফরেনসিক রিপোর্টের জন্য পাঠানো হয়।
এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার) এম এম হাসান বলেন, ময়নাতে একটি মাথার খুলি উদ্ধার হয়েছে। যেটিকে ইতিমধ্যেই উদ্ধার করে তদন্তের জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হচ্ছে। সেইসঙ্গে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
এদিকে এই মাথার খুলির উদ্ধার কান্ডের বিষয়ে শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। তমলুক সাংগঠনিক জেলা সহ-সভাপতি আশিস মণ্ডল অভিযোগ করে বলেন, শ্রীরামপুর ব্রিজ থেকে বলাইপণ্ডা পর্যন্ত রাজ্য সড়ক সম্প্রসারণের যে কাজ হচ্ছিল তার জেরে মাটির নিচ থেকে এই মাথার খুলি উদ্ধার হয়েছে। এই ঘটনার সঙ্গে শাসকদলের দুষ্কৃতী বাহিনী হাত রয়েছে। অন্যত্র খুন করে দেহ রাস্তার পাশে পুঁতে দেওয়া হয়ে থাকতে পারে। যদিও বিজেপির এমন অভিযোগ উড়িয়েছেন ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুব্রত মালাকার। তিনি বলেন, পাশের জেলা থেকে অহরহ এ জেলায় নির্মাণকার্য ডাম্পারের করে বালি নিয়ে আষাঢ় কাজ হচ্ছে। তার জেরেই কোন রকম ভাবে নদীর বুকে চাপা পড়ে যাওয়া মাথার খুলি বালি সঙ্গেই ময়না এসে পৌঁছেছে। কিন্তু তা সত্ত্বেও বিজেপি রাজনৈতিক ফায়দা নিতে ই এই নোংরা খেলা খেলছে। ময়না পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মৃণাল কান্তি সামন্ত বলেন, মানুষের মাথার খুলিটি বালির মধ্য থেকে উদ্ধার হয়েছে। এর সঙ্গে স্থানীয়দের কোন যোগসূত্র নেই।