Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কপিল দেব ভর্তি দিল্লির হাসপাতালে

তরুন চট্টোপাধ্যায়হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিশ্বজয়ী ক্রিকেটার কপিল দেব।তিনি দিল্লির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টিক করা হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর।যদিও রটনা তিনি করোনাক্রান্ত ।সেই করোনা নিয়ে এখন…

 

ছবি সংগৃহীত - কপিল দেব


তরুন চট্টোপাধ্যায়

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিশ্বজয়ী ক্রিকেটার কপিল দেব।তিনি দিল্লির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টিক করা হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর।যদিও রটনা তিনি করোনাক্রান্ত ।

সেই করোনা নিয়ে এখনো কোন সঠিক তথ্য পাওয়া যায় নি।তবে তিনি ভালো আছেন।

বিশ্বজুড়ে অবশ্য এই ক্রিকেটার এর শারীরিক অবস্থার জন্য শোকের ছায়া ।

আমরাও খবরে আছি।সময় মতো এই ক্রিকেটারের খবর নিশ্চয় দিতে পারবো।ভারতীয় ক্রিকেট মহল ও চিন্তার মধ্যে রয়েছেন কপিল দেবের অসুস্থতার কারনে।

তরুন চট্টোপাধ্যায় ।