তরুন চট্টোপাধ্যায়হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিশ্বজয়ী ক্রিকেটার কপিল দেব।তিনি দিল্লির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টিক করা হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর।যদিও রটনা তিনি করোনাক্রান্ত ।সেই করোনা নিয়ে এখন…
![]() |
ছবি সংগৃহীত - কপিল দেব |
তরুন চট্টোপাধ্যায়
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিশ্বজয়ী ক্রিকেটার কপিল দেব।তিনি দিল্লির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টিক করা হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর।যদিও রটনা তিনি করোনাক্রান্ত ।
সেই করোনা নিয়ে এখনো কোন সঠিক তথ্য পাওয়া যায় নি।তবে তিনি ভালো আছেন।
বিশ্বজুড়ে অবশ্য এই ক্রিকেটার এর শারীরিক অবস্থার জন্য শোকের ছায়া ।
আমরাও খবরে আছি।সময় মতো এই ক্রিকেটারের খবর নিশ্চয় দিতে পারবো।ভারতীয় ক্রিকেট মহল ও চিন্তার মধ্যে রয়েছেন কপিল দেবের অসুস্থতার কারনে।
তরুন চট্টোপাধ্যায় ।