তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।দু হাজার একুশের ভোটের রোড ম্যাপ তৈরি করে ফেলেছেন বঙ্গ বিজেপি।অবশ্যই সেই ম্যাপ তৈরি করেছেন দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব ।আর সেই মানচিত্রে বঙ্গ কান্ডারী নির্বাচন করা হয়েছে মুকুল রায় কেই।তাহলে দিলীপ ঘোষ।অবশ্য…
তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।
দু হাজার একুশের ভোটের রোড ম্যাপ তৈরি করে ফেলেছেন বঙ্গ বিজেপি।অবশ্যই সেই ম্যাপ তৈরি করেছেন দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব ।আর সেই মানচিত্রে বঙ্গ কান্ডারী নির্বাচন করা হয়েছে মুকুল রায় কেই।
তাহলে দিলীপ ঘোষ।অবশ্যই তিনি রাজ্য সভাপতি ।খুশি নয় মুকুলের উত্থানে।কিন্তু অন্য দল ভাঙানোর ক্ষমতা নেই দিলীপের।যা শতভাগ রয়েছে মুকুলের মধ্যে ।
বিগত লোকসভা ভোটে মুকুল ম্যাজিকে এসেছে সুফল।তৃনমূলের শক্ত ঘাঁটিতে দাঁড়িয়ে তৃনমূল থেকে নিয়ে আসা নেতাদের একে একে জয় মাল্য পরিয়েছেন এই মুকুল ।
দিল্লি জানে বিজেপির নিবেদিতপ্রাণ রাহূল সিনহা আর দিলীপ ঘোষ বিজেপি ছেড়ে যাবেন না।বড়জোর রাগ করে দু একদিন সরে থাকবেন।তার বেশি কিছু নয়।
কিন্তু মুকুল রায় কে পদে রাখলে বিরোধী পক্ষ সব সময় অস্বস্তিতে ।কোথায় কাকে নিয়ে যে চলে যাবে তা বলা শক্ত ।তাই এই কারনেই মুকুল রায় কে সর্বভারতীয় সহ সভাপতি পদে বসানো।
সেই মুকুল এখন চাইছেন দলের হয়ে কাজ করতে।আর খুশি মুকুল অনুগামীরা।
ভোট যত এগিয়ে আসবে বাংলা দেখবে নতূন ম্যাজিক।অবশ্যই মুকুল ম্যাজিকে ভরসা রাখছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ।