Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মন্ডপ পরিদর্শনে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে পুজো কমিটি গুলি সমস্ত রকম আয়োজন করছে কিনা তা দেখতে মন্ডপ পরিদর্শনে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সুনীল কুমার যাদব।বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গৎসব, এই উৎসবে সকল বাঙালি থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদ…

 


কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে পুজো কমিটি গুলি সমস্ত রকম আয়োজন করছে কিনা তা দেখতে মন্ডপ পরিদর্শনে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সুনীল কুমার যাদব।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গৎসব, এই উৎসবে সকল বাঙালি থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আনন্দে আত্মহারা হয়ে থাকে এই পুজোর কটা দিন, তবে এই বছর মহামারী ভাইরাসের কারণে কার্যত নিরাস সকল বাঙালি থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষও। বিশেষ করে পুজো কমিটি গুলি। কারণ হাইকোর্টের নির্দেশ অনুসারে প্রত্যেকটি পুজো মণ্ডপ "নো এন্ট্রি জোন" করে দেওয়া হয়েছে, এবার সেই পরিস্থিতি খতিয়ে দেখতে ময়দানের নামলো জেলা পুলিশ প্রশাসন। 


পঞ্চমীর দিন থেকে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট, পাঁশকুড়া, নন্দকুমার, তমলুকের পুজো মণ্ডপ ঘুরে দেখলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সুনীল কুমার যাদব। এই দিন বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখলেন সরকারি গাইডলাইন অনুযায়ী পুজো উদ্যোক্তারা মেনে চলছে কিনা এবং গাইডলাইন সম্পর্কে কতটা সচেতন সেই বিষয়ে খতিয়ে দেখতে ঘুরে দেখলেন পুলিশ সুপার সুনীল কুমার যাদব। পাশাপাশি দর্শনার্থীদের কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মহামারি ভাইরাসের আবহে সেই নিয়ে পুজো কমিটির সঙ্গে পর্যালোচনা করেন তিনি।এদিন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সুনীল কুমার যাদব বলেন , " আমরা জেলার সমগ্র এলাকায় যেখানে বড় পূজো গুলি হয় সেই সব এলাকাসহ পুজো মণ্ডপ গুলি পরিদর্শন করছি, হাইকোর্টের নির্দেশ অনুসারে করোণা আবহে কি কি পদক্ষেপ নিয়েছে পুজো কমিটি গুলি সেই বিষয় খতিয়ে দেখছি আমরা, পাশাপাশি দমকল বিভাগের বিভিন্ন নির্দেশ মেনে চলছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছি আমরা,"। 


পাশাপাশি এলাকার দর্শনার্থীদের সচেতন করলেন তিনি, তিনি বলেন, অবশ্যই বাড়ির বাইরে বেরোলেই মাস্ক পরতে হবে। এক কথায় বলা যেতে পারে করোনার আবহে দূর্গোপূজো কে ঘিরে কার্যত পুলিশ প্রশাসন তৎপর ।