বাংলা তথা ভারতবর্ষ অতি দ্রুত করোনা মুক্ত হোক। দেবী বর্গভীমা এর কাছে প্রার্থনা করলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র।শুধু বাংলা নয় সারা ভারতবর্ষ করোনা থেকে মুক্তি পেতে সতীর 51 পীঠের একপিঠ দেবী বর্গভীমা মন্দিরে রাজ্যের পরিবেশমন্ত্…
বাংলা তথা ভারতবর্ষ অতি দ্রুত করোনা মুক্ত হোক। দেবী বর্গভীমা এর কাছে প্রার্থনা করলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র।
শুধু বাংলা নয় সারা ভারতবর্ষ করোনা থেকে মুক্তি পেতে সতীর 51 পীঠের একপিঠ দেবী বর্গভীমা মন্দিরে রাজ্যের পরিবেশমন্ত্রী সৌমেন মহাপাত্র। পুজোর আগে দেবী বর্গভীমা দর্শন করে গিয়েছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। আবার ও শারদ উৎসবের শেষে দেবী বর্গভীমার কাছে প্রার্থনা করতে এলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনার বিরুদ্ধে যেভাবে লড়াই করে চলেছেন তার ভূয়শী প্রশংসা করেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। তিনি বলেন, যে ভাবে পরিষেবা দিয়ে বাংলার মানুষের এই মহামারী থেকে রক্ষা করে চলেেছেন,মা তাকে অসীম শক্তির অধিকারীীনি করুন , তিনি আরোও এই চিকিৎসা ব্যবস্থা কে ঢেলে সাজিয়ে মানুষের উপকারে লাগেন।