"কিছু ভোট পাখি আছে তাদের ভোট এলে দেখা যায়। কিন্তু করোনা পরিস্থিতিতে তাদের মাঠে ময়দানে দেখা যায় না"। আজান এর শব্দ কানে আসতেই মঞ্চে ভাষণ বন্ধ করে শ্রদ্ধা জানালেন শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার কো…
"কিছু ভোট পাখি আছে তাদের ভোট এলে দেখা যায়। কিন্তু করোনা পরিস্থিতিতে তাদের মাঠে ময়দানে দেখা যায় না"। আজান এর শব্দ কানে আসতেই মঞ্চে ভাষণ বন্ধ করে শ্রদ্ধা জানালেন শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের দেউলিয়া হাইস্কুল ময়দানে একটি বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয় দাদার অনুগামী পক্ষ থেকে । সেখানে ই এমনটা জানালেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।
এই দিন দাদার অনুগামী পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করা হয়। এদিন শুভেন্দু বাবু সভায় এসে বলেন, "একা কিছুই করা সম্ভব নয় । কোলাঘাটের দেউলিয়া স্কুল দাদার অনুগামীদের উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান " । এই কথা বললেন মন্ত্রী শুভেন্দু অধিকারী । তবে এবারের মঞ্চেও ছিলো না দলীয় পতাকা। কোলাঘাট ব্লক এর তৃণমূলীদের চেনা মুখ দেখা গিয়েছে । আজকের এই অনুষ্ঠান থেকে এলাকার ক্লাব পঞ্চায়েত প্রতিনিধিদের স্মারক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
তিনি কোলাঘাটের অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু এবং সঙ্গে এক করোনা রুগীর মৃত্যুর কথা উল্লেখ করে, বলেন, "কিছু ভোট পাখিআছে,করোনার সময় তারা পাশে ছিলো না"। খন্যাডিহি অঞ্চলের মনোহরপুরে ৬ টাকার মাস্ক বিলি করেছেন মাত্র।আমি কোন রাজনৈতিক দলকে বলছি না।" এদিন কোলাঘাট ব্লক এলাকার কয়েক হাজার দাদার অনুগামীরা উপস্থিত ছিলেন।