Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূজায় এনভি প্রোডাকশন আনছে নতুন মিউজিক ভিডিও "বকুল ফুল"

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: দর্শক ও শ্রোতাদের মন জয় করতে এবার পুজোয় নতুন আকর্ষণ নিয়ে আসছে এনভি প্রোডাকশন। একটি ভিন্ন স্বাদের গানের মিউজিক ভিডিও নিয়ে। ইতিমধ্যে শুটিং শেষ হয়ে গেছে। বকুল ফুল গানটিতে কন্ঠ দিয়েছেন অদৃজা ত্রিপাঠি …

 


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: দর্শক ও শ্রোতাদের মন জয় করতে এবার পুজোয় নতুন আকর্ষণ নিয়ে আসছে এনভি প্রোডাকশন। একটি ভিন্ন স্বাদের গানের মিউজিক ভিডিও নিয়ে। ইতিমধ্যে শুটিং শেষ হয়ে গেছে। বকুল ফুল গানটিতে কন্ঠ দিয়েছেন অদৃজা ত্রিপাঠি ও দীপেশ দে।


 হৃদমাঝারে ফোক ব্যান্ডের এটি প্রথম নিবেদন । গানটিতে মিউজিক এরেঞ্জ করেছেন ডক্টর ষষ্ঠীপদ চ্যাটার্জী, পার্থসারথি মিশ্র, মৃদুল পাহাড়ী ও দীপেশ দে । পরিচালনা করেছেন অনির্বান মিশ্র। ক্যামেরায় রয়েছেন সুমন রোম । অভিনয় করেছেন সোমদত্তা রায় ও নিশীথ দাস । 


গানটিতে বিশেষ নৃত্য পরিবেশন করেছেন​ শ্রেয়া ভট্টাচার্য, শুভদীপ দাস , সংগীতা ভট্টাচার্য ও নীলেশ ঘোড়ই এই চার নৃত্য শিল্পী ।মেক আপে করেছেন রিঙ্কু রায় ও পল্লবী মান্না। গানটির শুটিং হয়েছে মেদিনীপুরের বিভিন্ন স্থানে ।।