Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পার্টি অফিস পুনর্গঠন উপলক্ষে অঞ্চলে ত্রাণ সামগ্রী বিতরন সিপিআইএমের

সোমনাথ মুখোপাধ্যায় বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানের কারণে সম্পূর্ণ ধূলিস্যাৎ পার্টি অফিস পুনর্গঠন করল সিপিআইএম। আজ ১৮ই অক্টোবর সন্ধ্যায়। দক্ষিণ শহরতলির নাকতলা অঞ্চলের ১০০নং ওয়ার্ডে। সেই উপলক্ষে আজ সকালে অঞ্চলের দুঃস্থ সাধারণ মানুষকে ত্র…

 


সোমনাথ মুখোপাধ্যায় 

বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানের কারণে সম্পূর্ণ ধূলিস্যাৎ পার্টি অফিস পুনর্গঠন করল সিপিআইএম। আজ ১৮ই অক্টোবর সন্ধ্যায়। দক্ষিণ শহরতলির নাকতলা অঞ্চলের ১০০নং ওয়ার্ডে। সেই উপলক্ষে আজ সকালে অঞ্চলের দুঃস্থ সাধারণ মানুষকে ত্রাণ সামগ্রী বিতরন করল পার্টির স্থানীয় নেতৃত্ব। বর্তমান করোনার অতিমারি আবহে ও তীব্র অর্থনৈতিক সংকটে ত্রাণ পেয়ে মুখে হাসি ফুটল অঞ্চলের মানুষের। প্যাকেটবন্দী চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল প্রভৃতি নিয়ে হাসি মুখে বাড়ি ফিরেছেন অঞ্চলের মানুষ।

< p>

গত ২০শে মে বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান ধ্বংসলীলা চালিয়ে গিয়েছিল। সেই স্মৃতি অনেকের মনেই এখনো টাটকা। গাছ, বাড়ি, বিদ্যুতস্তম্ভ, ঝড়ের হাত থেকে রেহাই পায়নি কিছুই। দক্ষিণ শহরতলির নাকতলা অঞ্চল তার ব্যতিক্রম নয়। অন্যান্য ক্ষয়ক্ষতির সাথে সম্পূর্ণ ভেঙে পড়েছিল দীর্ঘদিনের ওয়ার্ড শাখা অফিসটি। পার্টি কর্মী ও সমর্থকদের প্রচেষ্টায় নবরূপে পুণঃনির্মাণ হল সেটি। অনাড়ম্বর ভাবে সভার মাধ্যমে তা উদ্বোধন করলেন পার্টি কলকাতা জেলা কমিটির সম্পাদক কল্লোল মজুমদার। উপস্থিত ছিলেন জেলা কমিটি সদস্য সুব্রত দত্ত, ওয়ার্ড শাখা সম্পাদক সিদ্ধার্থ ঘোষ, ৯৮ ও ৯৯ নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর(বর্তমানে কোঅর্ডিনেটর) মৃত্যুঞ্জয় চক্রবর্তী ও দেবাশিস মুখার্জী।


রাজ্য বামপন্থী রাজনীতির পরিচিত মুখ কল্লোল মজুমদার তাঁর বক্তব্যে বলেন, বর্তমান প্রতিকূল সময়ে পার্টি অফিস পুনর্গঠন আদতে বামপন্থার পুনর্গঠন। করোনা অতিমারি আবহ ও তীব্র অর্থনৈতিক সংকটে রুজি রুটি হারিয়েছেন বহু মানুষ। মানুষের পাশে থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া থেকে শুরু করে শ্রমজীবী রান্নাঘর ও বাজার, এটাই বামপন্থী সংস্কৃতি।

এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা বিহীন লক ডাউন, কৃষি বিল, তৃণমূল কংগ্রেসের রেশন দুর্নীতি, কাটমানি প্রভৃতি একঝাঁক ইস্যুতে, তাদের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন নেতারা।

পার্টির শতবর্ষের রক্তক্ষয়ী সংগ্রাম ও মতাদর্শের শিক্ষা মনে করিয়ে দেন মৃত্যুঞ্জয় চক্রবর্তী। তিনি আরো বলেন, ভোটে জেতার থেকেও বড় বিষয় সবসময় মানুষের পাশে থাকা। এখানেই বামপন্থার প্রাসঙ্গিকতা।