দহন -দুই
মৃত্যুঞ্জয় সরকার
০৮/১০/২০
ছারখার হয়ে গেছে গহীন মন দাউ দাউ করে জ্বলছে দাবানল আমি উদভ্রান্তের মতো খুঁজি একটু আশ্রয় সীমাহীন মানবতা বীজ অসুস্থ স্বদেশ মৃত প্রায় বিবেক নাভিশ্বাস ওঠে প্রজন্মে কেউ পারেনা দিতে বৈকুন্ঠ প্রতিশ্রুতি…
দহন -দুই
মৃত্যুঞ্জয় সরকার
০৮/১০/২০
ছারখার হয়ে গেছে গহীন মন
দাউ দাউ করে জ্বলছে দাবানল
আমি উদভ্রান্তের মতো খুঁজি একটু আশ্রয় সীমাহীন মানবতা বীজ
অসুস্থ স্বদেশ মৃত প্রায় বিবেক নাভিশ্বাস ওঠে প্রজন্মে
কেউ পারেনা দিতে বৈকুন্ঠ প্রতিশ্রুতি জীবন সুরক্ষা
ছিন্ন বেদীমূলে লুটিয়ে পড়ে আছে নগ্ন কাপুরুষতা
রক্তাক্ত নির্জীব ষোড়শী লাশে সভ্যতার ঘূণ পোকা কিলবিল করে...
হৈ হৈ রব, বুদ্ধিজীবিদের উষ্মা জ্বলন্ত মোমের আলোর কার্পণ্যে কালো পতাকায় নিস্ফল ক্রোধ আছড়ে পড়ে।
লজ্জ্বায় মুখ ঢাকে ঘিঞ্জি বস্তির ফুটপাত বাসী
টাকার ঘূর্ণি ঝড়ে শ্যাম্পেনে বুঁদ হয়ে ধর্ষক মৃদু হাসে,
হাঁসফাঁস সভ্যতার নিলর্জ হামাগুড়ি সোকেশে বন্দী
বিলম্বিত বিচার প্রলাপ বকে পেতে চাই ঐশ্বর্য্য বলয়।
পুড়ে জ্বলি জ্বলে পুড়ি দেহ মন রিপু বিবেক স্বপ্নিল নিষ্ঠুর ফ্যাকাশে স্বপ্ন সোপান
কি হবে মৌন মিছিল প্রতিবাদে? কি হবে আইনি লড়ায়ে? কি হবে ভ্রান্ত ম্যারাথন দৌড়ে?
মনের দহন বিকাশ পেতে চাই জ্বলন্ত অঙ্গার দিকেদিকে ঝড়ো বেগে..
বেয়নেট হয়ে ঝাঁঝরা হয়ে যাক ধর্ষক রিপু
দশভুজা হয়ে অসুর নিধন যুদ্ধে মত্ত হও রে প্রতিবাদী নারী সৃষ্টি জননী।