#কলমে-পূর্বাশা রায়##বিষয়-কবিতা##শিরোনাম- ঘর বাঁধার স্বপ্ন##9/10/20# এক বুক নম্রতা দিয়ে আমিও ঘর বেঁধে ছিলাম---- কোন এক নক্ষত্রের দিকে তাকিয়ে! ভালোবাসায় দু হাত ধরে ছিলাম । সঙ্গী খুঁজে নিয়েছিলাম …
#কলমে-পূর্বাশা রায়#
#বিষয়-কবিতা#
#শিরোনাম- ঘর বাঁধার স্বপ্ন#
#9/10/20#
এক বুক নম্রতা দিয়ে আমিও ঘর বেঁধে ছিলাম----
কোন এক নক্ষত্রের দিকে তাকিয়ে!
ভালোবাসায় দু হাত ধরে ছিলাম ।
সঙ্গী খুঁজে নিয়েছিলাম সামাজিক পরম্পরায়।
আজ আমি( একা বড় একা..)
স্বপ্ন ,ভালোভাসা !
প্রশ্ন আজও দাঁনা বাঁধে মনে..
কোথায় হারালো স্বপ্নিল সৌহার্দ্য??
উচ্ছ্বল,উচ্ছ্বসিত ঝড়ো হাওয়ায়.....
স্মৃতি গুলো ছোবল মারছে বুকের পাঁজরে--
অহরহ.......
শ্বাস রুদ্ধ নিঃশব্দ সংলাপ!
শেষ পর্যন্ত হিম অন্ধকার মেশানো
সেই রাতে হারিয়ে গেল.........
থেকে গেলাম আমিই শুধু একা.......