নিজস্ব সংবাদদাতা , মেদিনীপুর : বুধবার রিলিজ হচ্ছে "আবাহন"। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে দুর্গা পুজো উপলক্ষ্যে ' আরশি ' র পক্ষ থেকে একটি স্থিরচিত্র কাহিনী ' আবাহন ' প্রকাশিত হতে চলেছে। বুধবার স্থ…
নিজস্ব সংবাদদাতা , মেদিনীপুর : বুধবার রিলিজ হচ্ছে "আবাহন"। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে দুর্গা পুজো উপলক্ষ্যে ' আরশি ' র পক্ষ থেকে একটি স্থিরচিত্র কাহিনী ' আবাহন ' প্রকাশিত হতে চলেছে।
বুধবার স্থির কাহিনী চিত্র আবহন প্রকাশ পাবে মেদিনীপুর রবীন্দ্র নিলয়ে অনুষ্ঠিত "রিলিজ উইন্ডো" অনুষ্ঠাননে। এরই সাথে আরশির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে কাজটি প্রকাশিত হবে। মেদিনীপুর শহরের অনেক কলাকুশলীকে সঙ্গে নিয়ে আবাহন তৈরি করা হয়েছে।
গল্প এবং পরিচালনায় সোমদত্তা,বিষয় পরিকল্পনা ও চিত্রায়নে অয়ন,সহকারী সৌরজিৎ,ধারাভাষ্যে বৃষ্টি,সম্পাদনায় সৌরভ, রূপসজ্জাতে রয়েছেন তন্ময়,দেবাশিষ,দেবলীনা ও ঋতু,।একটি বনেদী বাড়ির দুর্গা পুজোকে কেন্দ্র করে কাহিনীটি আবর্তিত হয়েছে।