Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এবার পুজোয় সঙ্গী হবে বৃষ্টি ।পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

। তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।এবার পুজোয় অঝোরে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ।পূজার চার দিনই কলকাতা সহ সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই চলবে বৃষ্টি ।ষষ্ঠী থেকে অষ্টমী সেই বৃষ্টির পরিমান বৃদ্ধি হবে সমগ্র বঙ…



 । তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।

এবার পুজোয় অঝোরে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ।পূজার চার দিনই কলকাতা সহ সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই চলবে বৃষ্টি ।ষষ্ঠী থেকে অষ্টমী সেই বৃষ্টির পরিমান বৃদ্ধি হবে সমগ্র বঙ্গ জুড়েই।উওর বঙ্গের জেলা গুলিতে ও এই বৃষ্টির প্রকোপ চলবে।

19 শে অক্টোবর নাগাদ মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণি ঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।যার অভিমুখ উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে।তবে এর ফলে প্রভাব পড়বে এই বঙ্গে ও।প্রচুর পরিমাণে জলীয় বাস্প উপকূল এলাকা থেকে ঢুকবে এ রাজ্যে ও।ফলে বৃষ্টির সম্ভাবনা থাকছেই।

কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল পূর্বাঞ্ল সঞ্জীব বন্দোপাধ্যায় জানান নিম্নচাপের অভিমুখ উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের দিকে।কিন্তু এই বঙ্গে এর ফলেইস20 অক্টোবর থেকে 26 অক্টোবর ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্ষা এখন ও বিদায় নিচ্ছে না।বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপের ফলে ঘূর্ণি ঝড় তৈরি হচ্ছে ।
আলিপুর আবহাওয়া দপ্তর পুজোয় কলকাতার জন্য এলাকা ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস দেবেন বলে জানা গেছে।
অন্য বার পুজোয় বৃষ্টি নামলে মানুষের মুখ কালো হয়ে যেতো।আকাশের দিকে তাকিয়ে থাকতো মানুষ ।নতূন বস্ত্র পরিধান করে ঠাকুরের মন্ডপে মন্ডপে ঢল নামতো মানুষের ।

তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা ।বরং কেউ কেউ বলছেন বৃষ্টি নামুক।মানুষ যেন পথে না নামে।
তবে পথে যারা নামবেন করোনা কে অগ্রাহ্য করে তাঁদের তো বৃষ্টি আটকাতে পারবে না।জল ঝড় কে তুচ্ছ করে মন্ডপে তারা যাবেন ই।
কে যাবেন কে যাবেন না ,সে তর্ক থাক।তবে এবারের পূজার চারদিন আকাশ ভেঙে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে।

হয়তো মা দুর্গা চাইছেন বৃষ্টি হোক।সংক্রমণ আটকাক মানুষ পথে না নেমে।
মুষলধারে বৃষ্টি এবার নাকি দক্ষিন থেকে উওর বঙ্গ জুড়েই।