Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-এডমিন-সম্মাননা

#নরম_আদরের_স্পর্শতা✍শৈলেন মন্ডল০৮.১০.২০২০
নরম মেঘের মিষ্টিমন ছুঁয়ে যায় আদরের ভেলা শত অভিলাষ ভরা চিরন্তনী সারাক্ষণ।
মেঘলা মনের আদর ছোঁয়ানো বৃষ্টিতে মন ছুঁয়ে যায় সারাক্ষণ প্রতিক্ষণ।
তোমার আমার আদুরে ক্যানভাসে আঁকা আকাঙ্ক্ষায় ভরা উষ্ণত…

 




#নরম_আদরের_স্পর্শতা

✍শৈলেন মন্ডল

০৮.১০.২০২০


নরম মেঘের মিষ্টিমন ছুঁয়ে যায় আদরের ভেলা শত অভিলাষ ভরা চিরন্তনী সারাক্ষণ।


মেঘলা মনের আদর ছোঁয়ানো বৃষ্টিতে মন ছুঁয়ে যায় সারাক্ষণ প্রতিক্ষণ।


তোমার আমার আদুরে ক্যানভাসে আঁকা আকাঙ্ক্ষায় ভরা উষ্ণতায় আলিঙ্গনের সুপ্ত অমোঘ হাতছানি।


স্বপ্নসুখের নরম বিছানায় দুজনের সহাবস্হানের নৈসর্গিক আনন্দ যাপনের উদ্দীপনাময় কামনার আগুন নেভানোর বাঁধভাঙ্গা প্রয়াস।


কালবৈশাখীর কালের গর্জনে প্রকৃতি যেন কালসিটে চাবুক মারা দাগের মতো স্তব্ধ হয়ে আছে।


এই নির্জলা বেলায় মেঘবৃষ্টির ছোঁয়ায় তোমার উষ্ণতা মাখানো আদর পেতে এ মন ভেঙ্গে যায় পল পল অনুপলে আকাংখার অবগুন্ঠনে।


আমার কামনার আগুনে পুড়িয়ে নেব  অাদর মাখানো ভালোবাসার নির্যাস।


কতোদিন আমার প্রিয় মানুষকে চোখে  দেখিনি,তার বুকেতে মাথা রেখে স্বপ্নবিলাসে অবগাহন করা হয় নি।


সে আমার একমাত্র প্রানের প্রিয়মানুষ যার আদরে আবেগের অনুভূতিগুলো কেমন যেন লেপ্টে থাকে পরম আবেশ নিয়ে।


প্রিয় মানুষের সাথে আমার আত্মিক ও শারীরিক ছন্দময় মেলবন্ধন। 


যার বুকে মাথা রেখে পরম সুখে কেঁদে নিজেকে হালকা হওয়া যায় ও আদরের স্পর্শতা ও সুখানুভূতির সামিল হওয়া যায়।


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

#ভালবাসার_ঋণ

✍কলমে- শৈলেন মন্ডল

১৫.১০.২০২০


এজন্মের হিসেবটা এজন্মেই মেটাতে হবে জানি প্রিয়া।


চোখের চোয়াল ভেঙ্গে আবেগের কথকতা গড়িয়ে পড়ে বিভীষিকাময় হবে জানি। 


তোমার কাছে ভালবাসার ঋণের পাথরটা আজ পাহাড়ের রূপান্তরিত রূপ। 


অশেষ কৃচ্ছসাধনের পান মশলা দিয়ে ভালবাসার ঋণটাও মিটিয়ে দিয়ে যাবো উপসংহারনামায়- এ জন্মেই।


বোবা কান্নারা আজ কঠিন বাস্তবের কষাঘাতে মেঘভাঙ্গা রোদ্দুরের মতো মিচকে হাসির সম্পর্কের চাদর জড়িয়ে উপহাসের হাসি হাসে।


আগল ভাঙ্গা মনের দরজাটাও আজ আর হিসেব রাখে না তীর বেঁধা পাখির না গান গাইতে পারার অব্যক্ত যন্ত্রনাটার।


ক্লান্ত ডানা ঝাপটানো পাখীটাও আজ আর ভালবাসার সামাজিকতার অজুহাতে ক্রোধী আসমানী মেঘের সীমানা অতিক্রম করতে চায় না।


উদার প্রকৃতিও আজ তার নিয়ন্ত্রনে নেই। সেও আর রামধনুর রঙ নিয়ে সাজে না অপার বিহ্বল বৈভবতায়।


সময়ের প্রেক্ষাপটও হিসেব মেলায় না রুক্ষ শুষ্ক কঠিন বাস্তবতা নিয়ে।


তবুও অসীম ভালবাসার ঋণের দায়ভার মনে গ্রাস করে বার বার প্যাঁচ কষা লাটাই ঘুড়ির পারস্পরিক সম্পর্ক নিয়ে।


হয়তো বা আজীবনই ভালবাসায় ঋণী হয়ে থেকে যাবো তোমার কাছে মনের গহীনে অব্যক্ত যন্ত্রনা নিয়ে।

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

#তুমি_আর_নেই_সেই_তুমি

কলমে-শৈলেন মন্ডল

১৩.১০.২০২০


না,তুমি আর নেই সেই তুমি। কেন জানিনা, জানিনা এই আমি।

কেমন যেন বদলে গেছো.......


আগের মতো কোনোদিন বার্তালাপের জন্য ফোনের অপেক্ষায় থাকো না। 


আগের মতো কথায় কথায় ফুলঝুরি ছুটতো কথার ঠিক যেন বহ্নিশিখার মতো, এখন আর তা নেই। 


আগের মতো হাসির ঝিলিক দাও না,চোখে মুখে আর অনাবিল আনন্দের হিল্লোল দেখিনা।


এখন আর তোমার পায়ে মল বাজার শব্দ শোনা যায় না,ঠিক আগের মতো যখন তোমার আসার অপেক্ষায় থাকতাম। 


ঠিক আগের মতো অনেকটা কষ্ট নিয়ে তোমার অপেক্ষার প্রহর গুনতে থাকি।


এতোবার ডাকলে আগের মতো আর কাছে আসো না। 


তোমার সাপের বেণী আর খেলে না আগের মতো সেই বাঁশী শুনে।


তোমার চোখে আর বিজলী খেলে না মেঘের গুরু গম্ভীর গর্জনে।


তুমি আর নেই সেই তুমি। জানি না আমি, কেন জানিনা কেন এমন মনে হয়।