Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুই মেদিনীপুরে করোনা আক্রান্ত বাড়লেও, সুস্থতার হার বেশি

নিজস্ব সংবাদদাতা, তমলুক: আবারো দুই মেদিনীপুরে একদিনে করোনা আক্রান্ত মৃতের সংখ্যা ৮। আর তার জেরেই এবার মেদিনীপুরের মোট করোন আক্রান্ত মৃতের সংখ্যা ছড়ালো তিন শতাধিক। সেই সঙ্গে দুই মেদিনীপুরে লাগাতার সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরির দাপটে এ…

 


নিজস্ব সংবাদদাতা, তমলুক: আবারো দুই মেদিনীপুরে একদিনে করোনা আক্রান্ত মৃতের সংখ্যা ৮। আর তার জেরেই এবার মেদিনীপুরের মোট করোন আক্রান্ত মৃতের সংখ্যা ছড়ালো তিন শতাধিক। সেই সঙ্গে দুই মেদিনীপুরে লাগাতার সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরির দাপটে এখন মোট করোনা আক্রান্তদের সংখ্যা প্রায় সাড়ে ২৩ হাজার। যা আগাম শীতের আগেই অনেকটাই ভাবনায় ফেলেছে জেলার স্বাস্থ্য কর্তাদের।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলার মোট আক্রান্তের সংখ্যা ১১৮৭১জন। অর্থাৎ বিগত ২৪ঘন্টায় নতুন করে আরো জেলায় ১২২ জন সংক্রামিত হয়েছেন। এবং করোনা আক্রান্ত নতুন করে মৃত্যু হয়েছে ৩ বাসিন্দার। ফলে মোট মৃত্যুর সংখ্যা টা এখন ১৪৪। অপরদিকে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫ বাসিন্দার মৃত্যুতে মোট করোনা আক্রান্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬০জন। সেই সঙ্গে এই অবধি মোট আক্রান্তের সংখ্যাটা ১০৬৯১জন। 

ফলে বর্তমানে দুই মেদিনীপুরে মোট করোনা আক্রান্ত ৩০৪ জন বাসিন্দার মৃত্যু হয়েছে। অপরদিকে জেলার সদর শহর তমলুক পৌরসভা এলাকায় এই করোনা সংক্রামনের সংখ্যা এখন প্রায় তিন শতাধিক। তবে আশার আলো বলতে আক্রান্তদের মধ্যে ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলায় অবশ্য করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরতে পেরেছেন ১০৫১৬জন করোনা জয়ী।

 সেদিক থেকে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে এই সংখ্যাটা ৯৫৪৯ জন। এদিকে দুই মেদিনীপুরের ক্ষেত্রে আক্রান্তের সংখ্যা এখন প্রায় ২৫ হাজার ছুঁই ছুঁই করলেও করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যাটাও এখন পূর্ব মেদিনীপুর জেলায় ১২১১জন এবং পশ্চিম মেদিনীপুরের ৯৮২।