Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

প্রতিদিনের প্রতিযোগিতাবিষয়:- কবিতাশিরোনাম:- প্রতিবাদীকলমে:- নন্দিতা মালাকার।
নারী তুমি প্রতিবাদী হও নিজেই বাঁচাও নিজের সন্মান।তাই বলি  একটুও হলে দেওয়া চাই হুঙ্কারআমিও তো উঠবো গর্জে রণচন্ডী বেশেআমি,আমি,আমি মিশি  হাজারো আমিতে,তবেইনা…

 


প্রতিদিনের প্রতিযোগিতা

বিষয়:- কবিতা

শিরোনাম:- প্রতিবাদী

কলমে:- নন্দিতা মালাকার।


নারী তুমি প্রতিবাদী হও নিজেই বাঁচাও নিজের সন্মান।

তাই বলি  একটুও হলে দেওয়া চাই হুঙ্কার

আমিও তো উঠবো গর্জে রণচন্ডী বেশে

আমি,আমি,আমি মিশি  হাজারো আমিতে,

তবেইনা নবজাগরণ আসিবে।


বিপ্লব কখনও কভু হয়না একা,

তার লালন পালন লাগি জন্মেছে শত শত মাথা।

আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো।


আজ হতে তাই শুরু করি নিজের তরে বাঁচা ।

অনেক তো  হলো দেখা  মোমবাতির আলোয়

মিটিং,মিছিল,খবরের কাগজে প্রতিবাদী ভাষা।

কোন দুঃখিনী দুমুঠো ভিখার সন্ধান করি ভরিলোনা তবুও ভিখার ঝুলি, পেলো শুধু অপমানের মাধুকড়ি।


কত শত লক্ষী পনের তরে দিচ্ছে

নিজেদের জীবন বলিদান ।

রাত্রি গভীর হলে কোন চম্পা, চামেলী  এখনো

ঘরের কোনো কোন খোঁজে...

কি অপরাধে ওই দুধের শিশুলুটাই ধুলার পড়ে?

সেওতো ছিলো কোন প্ৰিয় কাকুর খোঁজে!


অ‍্যাসিডে  মুখ পুরে হয় কোন নারী ভৈরবী কালী।

আবার কোথাও বা কেউ থাকে অনাহারে

কেউ বা অট্ট আসি হেসে দ্যায় করতালি।


 আমিই হব প্রথম প্রতিবাদী মুখ

এই কলুষিত সমাজ মাঝে,

জাগিয়া উঠিবে এ  প্রাণ সকাল সাঁঝে।


কেড়েলয় যদি কেউ মোর এই প্রাণ

নব জাগরণের লাগি শত শত প্রাণ,

 কার আগে কে করিবে বলিদান।।