Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

ইভেন্ট --- দিনের সেরা কবিতা কবিতার নাম --- রঞ্জাবতীকবির নাম ---- ব্রতশ্রী বোসতারিখ ---- ৭.১০. ২০২০
সোনা-রূপোর মাপছে না আর রতিযোগিনী আজ তোমার রঞ্জাবতী !উদাসিনী একলা সে এক নারী ....জানলা ধারের আসন আজও জারী
কার্ণিশে তার পুড়তে থাকে ঋত…

 


ইভেন্ট --- দিনের সেরা কবিতা 

কবিতার নাম --- রঞ্জাবতী

কবির নাম ---- ব্রতশ্রী বোস

তারিখ ---- ৭.১০. ২০২০


সোনা-রূপোর মাপছে না আর রতি

যোগিনী আজ তোমার রঞ্জাবতী !

উদাসিনী একলা সে এক নারী ....

জানলা ধারের আসন আজও জারী


কার্ণিশে তার পুড়তে থাকে ঋতু

রঞ্জা তখন ছিলো ভীষণ ভীতু

পুড়তে থাকা সুর ছুঁয়ে আঙুলে

গুনতে থাকে মাসুল সুদেমূলে ....


আগুনঝরা ভাদ্রের রোদ্দুরে

কয়েকটা যুগ আসলো তেতে পুড়ে !

নেই তো সে আর আগের রঞ্জাবতী

দুচোখে নেই আগের তেজ আর জ্যোতি


আকাশ ছোঁওয়ার স্বপ্ন ইতিহাসে

পায়ের তলার নরম কচি ঘাসে

পেরেক ফুটে রক্তমাখা ক্ষত ;

আপোস করার দিন যে সমাগত !


সে-ও তো ছিলো মুখর প্রতিবাদে

আজ সে মেয়ে মুখ লুকিয়ে কাঁদে

হাল ছেড়ে দেয় অশক্ত শরীরে

লুকিয়ে থাকে জনজাতির ভীড়ে


প্রবল এবং নীরব আত্মরতি ......

ভরবে না আর গভীর সে ক্ষয়ক্ষতি

আজ মাপে না সোনা-রূপোর ভরি

রঞ্জা খোঁজে ঘুমের দেশের পরী .....