দেওয়ালে টাঙ্গানো ছবিকৃত্তিবাস ওঝা07/10/2020
গল্পটা ছিল সত্যি, জীবন্ত এবং টাটকাস্বপ্নে ছিল নিদ্রাহীন লাল পলাশের কবিতাহনিমুনের দাপুট প্রজাপতি ঘুম চোখেখোলে বুকের বোতাম, হৃদয় খাতা ।বুকের মধ্যে মুখ রাখে দাপুটে ভালোবাসা,চৈতালি হাওয়া আদর…
দেওয়ালে টাঙ্গানো ছবি
কৃত্তিবাস ওঝা
07/10/2020
গল্পটা ছিল সত্যি, জীবন্ত এবং টাটকা
স্বপ্নে ছিল নিদ্রাহীন লাল পলাশের কবিতা
হনিমুনের দাপুট প্রজাপতি ঘুম চোখে
খোলে বুকের বোতাম, হৃদয় খাতা ।
বুকের মধ্যে মুখ রাখে দাপুটে ভালোবাসা,
চৈতালি হাওয়া আদর করে সন্ধ্যাবেলায়
কালো চুল তখন এলোমেলো ঝড়ো হাওয়ায়
আবির মাখা মেঘেরা তখন থমকে দাঁড়ায়
দাম্পত্যের দুষ্টুমি দ্যাখে কল্পনায় ।
খিড়কির উঠোন পেরিয়ে জানলার ফুটো দিয়ে
আলতো জ্যোৎস্না, ঘুমায় তখন মাদুরের বিছানায় তিন মাথা এক করে দেহাতি চাষার বুন মন
চুম খায়
পোয়াতি স্মৃতির পেয়ালায় ।
নিঃস্ব ঘরের দেওয়ালে টাঙ্গানো ছবি দেখে
চুম খায় দেহাতি চাষার বুনো মন
অবাধ্য আশার স্বরলিপি বেজে ওঠে
বারবার বেজে ওঠে হৃদয়ের টেলিফোন,
আবির মাখা মেঘেরা আকাশে থমকে দাঁড়ায়
দাম্পত্যের দুষ্টুমি দ্যাখে কল্পনায়।