Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

অস্তিত্বমৌসুমী মুখার্জী
এক কালো অন্ধকারে ডুবে যাচ্ছিলো অস্তিত্ব,কৃষ্ণগহ্বরে, নিমজ্জিত সুখ ,সখ, আহ্লাদ আমিত্ব।নিঃশেষ হয়ে গেছে ভালোবাসা, মন ঘিরে শুধু অ সুখ,তুমি এলে ঠিক সেই সময়ে, দিলে সুখ। অপার্থিব ভালোবাসা, মন দোলাল…

 


অস্তিত্ব

মৌসুমী মুখার্জী


এক কালো অন্ধকারে ডুবে যাচ্ছিলো অস্তিত্ব,

কৃষ্ণগহ্বরে, নিমজ্জিত সুখ ,সখ, আহ্লাদ আমিত্ব।

নিঃশেষ হয়ে গেছে ভালোবাসা, মন ঘিরে শুধু অ সুখ,

তুমি এলে ঠিক সেই সময়ে, দিলে সুখ।

 অপার্থিব ভালোবাসা, মন দোলালো,

 টাইপিং ম্যাসেজিং জ্বলে ওঠে সবুজ আলো।

 আমায় বললে ,হারায় নি তোমার কিছু,

আমি আছি তোমায় ভালোবেসে, সেই থেকে পিছু পিছু।

শূন্যস্থানেও এক অসীম নির্ভরতা।

  হিল্লোলে আন্দোলিত গোধূলির নির্জনতা।

 বার বার ছুটে যাই তোমার কাছে,

তোমার সংসার নিয়ে ব্যস্ত তুমি কাজে।

 হতাশ হয়ে ফিরে আসি জানি আছো মনেতে আমার,

বীতশ্রদ্ধ জীবনে ,এই টুকুই অভিলাষ, আর অহংকার।