#বদলানো জলবায়ু# পলি ঘোষ ✍️তাং_১৬.১০.২০২০
কুয়াশাভরা রাতে চাঁদকে সাক্ষী করে মধুর বাঁশরী তানে বিহোগীরা।ধ্রুবতারা বাজিয়েছিল মুক্তধারা।বদলে যেতে যেতে আধখানা চাঁদনির্জন রাতে অধরা হাতে হাত।অসামান্য নাইবা হলো ,নাইবা পেলো রতননিষ্ঠুর প…
#বদলানো জলবায়ু
# পলি ঘোষ ✍️
তাং_১৬.১০.২০২০
কুয়াশাভরা রাতে চাঁদকে সাক্ষী করে মধুর বাঁশরী তানে বিহোগীরা।
ধ্রুবতারা বাজিয়েছিল মুক্তধারা।
বদলে যেতে যেতে আধখানা চাঁদ
নির্জন রাতে অধরা হাতে হাত।
অসামান্য নাইবা হলো ,নাইবা পেলো রতন
নিষ্ঠুর পৃথিবীতে নীরব,নিভৃতে কাঁদতেও কি বারণ!
ভাঙা কাঁচের কিই বা মূল্য,ঠিকানা তো ডাস্টবিন!
পলকের দিগন্তে হারিয়ে যাওয়া সেই লুকানো দিন!
এখনও মেঘের মুখ ভার,বুক ছিড়ে বৃষ্টি ঝরে
নদীর বুকে ঝর ঝর ধারায় রক্ত ঝরে
নতুনের ভিড়ে বিষুব রেখার অবস্থানে
বদলায় শুধু জলবায়ু।
তার অনুধাবন কি সহজলভ্য!!
শিক্ষা দেবার মতো দরদী গাছ কি আছে!!
সবই তো শুকিয়ে কাঠ ,স্বার্থবাদের আগুন চোখে।
জলের অভাব...!
প্রেরণার অভাব..!
সহানুভূতির সরসতার অভাব...!
ভোগবাদী জলবায়ুর কবলের গ্রাসে পৃথিবী।
অবিশ্বাসের চোখে বদলে গেছে জলবায়ু....!
এ এক অন্য পৃথিবী...!