#পত্রাকারে কবিতা#চোখ#মৌসুমী মুখার্জী
প্রিয়তমা,,,,সেদিন তুমি অবহেলা করে দূরে সরিয়ে দিয়েছিলেউপেক্ষার মাত্রা ছিলো অতিরিক্ত যন্ত্রণাআমি তোমায় ভালো বেসেছিলামগভীরে বুকের ক্ষত এখনও বিদ্যমান।
তুমি বলেছিলে সুপ্রতিমের কথা,,,,,কলেজে সেই স্ম…
#পত্রাকারে কবিতা
#চোখ
#মৌসুমী মুখার্জী
প্রিয়তমা,,,,
সেদিন তুমি অবহেলা করে দূরে সরিয়ে দিয়েছিলে
উপেক্ষার মাত্রা ছিলো অতিরিক্ত যন্ত্রণা
আমি তোমায় ভালো বেসেছিলাম
গভীরে বুকের ক্ষত এখনও বিদ্যমান।
তুমি বলেছিলে সুপ্রতিমের কথা,,,,,
কলেজে সেই স্মার্ট ছিলো খুব ভারী,
আমি নাকি ঝোলা ব্যাগ কাঁধে আনস্মার্ট এক ভুত,,,,
জঘন্য নাকি আমার চাপ দাড়ি।
সুপ্রতিম ধনী ঘরের ছেলে রোজ গাড়ি করে কলেজ যায় আসে,,
বাড়িও আছে গোটা তিনেক, দাড়িটাতে ও লাভলী লুক আসে।
চিবুকের ওপর একটুখানি ফ্রেঞ্চ সুপ্রতিম বলেছিলো ওটা নূর,
গাড়ি বাড়ি কিছুই নেই আমার আমি নাকি হাভাতে ভরপুর।
ব্যাকডেটেড ছেলে না পসন্দ তোমার,,,
রাজপুত্রের সাথে বিয়ে হলো একদিন,,,
আমিও কেমন খ্যাপা পাগল ছিলাম,
পথ চাওয়া ছেড়েছিলাম সেইদিন।
বুঝিনি তখন ভোলা কি তোমায় যায় , তাই
লেখাপড়ায় মনোনিবেশ রাতদিন।
জানি এখন তুমি সর্বস্বান্ত, সব ওরা কেড়ে নিয়েছে,
তোমার কিছু কম ছিলনা জেনে,, দোজবর বিয়ে তোমায় করেছে।
মিথ্যে বুলি সাজানো সব দেখে ভুলে ছিলে তোমরা তো সবাই
আকসিডেন্ট করিয়ে তোমায় ওরা ইচ্ছা ছিলো করবে তোমায় জবাই।
আমি খুব ভাগ্যবান জানো, নাতো সোমার মতো বউ আমার জোটে?
ভুলে ছিলাম তোমার উপাখ্যান,ভুলিনি তোমায় একটুও মোটে।
সোমা
খুব উদার মনের মানুষ, সব কিছু বলা যায় মন খুলে,
সেই মেয়ের এমন রোগ হলো জীবন প্রদীপ নিভে বোধ হয় এলো।
ও আমার সব কথাই জানে। তোমার যেদিন একসিডেন্ট হলো,
ঠিক পেছনে আমার গাড়ি ছিলো।
সন্দেহ আমার ছিলই সুপ্রতিমের ওপর, নিশ্চিন্ত তাই ছিলাম না যেনো।
আকসিডেন্টের রক্ত ভরা তোমায় ,
চোখ দুটোই আঘাতে সব শেষ,,
শুইয়ে দিলাম হাসপাতালের বেডে,
আমার তখন জল ভরা চোখ ,,
বুঝে গেলো সব, সোমা অক্লেশ।
তোমার রূপের দেমাকের আজ ইতি,,
এখন তুমি অন্ধ একজন মানুষ,,,
এই তোমার আজকের আকৃতি।
সব জেনেও সোমা
রাগ করেনি জানো ,
হয়তো বা নেই বেশিদিন বলে,
শুধু বললো চোখ দিয়ে ও তোমায়,,, তোমার মধ্যে বাঁচতে যেনো পায়,,
তোমাকে তাই চোখদান করে ,,,চলে গেলো আজ অকালে।
আমি ওকে তোমার চোখে দেখবো এইটুকুই শেষ অভিপ্রায়।
আজ সেই দিন উপস্থিত আমিই তোমার করবো অপারেশন,,
তোমার সেই হাভাতে ছেলে আজ তোমার সামনে ডাক্তার হয়ে বিদ্যমান।
তুমি যদি আসতে চাও কাছে, আমার দরজা খোলা সবসময়,,,,,
দুজনকেই ছাড়তে পারবোনা আমি, তোমার চোখে ,, সোমার ভালোবাসায়।
ইতি তোমার ব্যাকডেটেড আনস্মার্ট