Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

অন্য আগমনীকলমে.. শুভ্রাংশু কুম্ভকারতারিখ...০৬/১০/২০২০
সুযোগ পেলে তোমাদের বাণী কপচিয়ে জনগণকে ভুলিয়ে দিয়েছি উত্তেজনা,চারপাশ থিতু হয়ে গেলে শ‍্যেনদৃষ্টি নিয়ে আবার বেরিয়েছি,মুখোশের আড়ালে থেকে শুরু করেছি রক্তশোষণ।তোমাদের আবক্ষ মূর্তিতে …

 


অন্য আগমনী

কলমে.. শুভ্রাংশু কুম্ভকার

তারিখ...০৬/১০/২০২০


সুযোগ পেলে তোমাদের বাণী কপচিয়ে জনগণকে ভুলিয়ে দিয়েছি উত্তেজনা,

চারপাশ থিতু হয়ে গেলে শ‍্যেনদৃষ্টি নিয়ে আবার বেরিয়েছি,মুখোশের আড়ালে থেকে শুরু করেছি রক্তশোষণ।

তোমাদের আবক্ষ মূর্তিতে মালা দিয়ে গালভরা মুখস্থ উগরে দিই,

মিষ্টি বিলিয়ে বাচ্চা পার্টিকে দেশোদ্ধারের নামতা পড়াই,

উদ্বায়ী অ্যালকোহলের মত মাথার বুদ্ধি বায়ু নিরোধক টুপি দিয়ে ঢাকা থাকে,

আস্তিনে বন্দুক লুকিয়ে, মুখে গুটখা পান ভরে,

দেশমাতার গান গেয়ে মিছিলে তোলপাড় করি পাড়া।

শ্লা...মুখে রা কাড়বি না,শান্ত থাকবি....

ব‍্যস,সোনা ছেলে তুই, আমাদের ত্রাণ শিবিরে গিয়ে পাওনা নিয়ে আসবি।

পথগুলো বাঁকা হলেও ভিড়ে ভর্তি ,

তোমাদের দেখানো পথে লোকজন বড্ড কম।

তোমাদের পথে হেঁটে চলা বিশাল পরিশ্রম।

তবে বড় শান্তি পাওয়া যায়,সত‍্যের ছায়া ঘেরা ভালোবাসার অপার বিস্তৃতি।

আলো হাতে তোমরাই এগোলে, আমরা শুধু চেয়ে দেখলাম, অনুগামী হলাম না আজও...

ইতিহাস ঘাঁটছি,বিকৃতি জেনেছি, করেছি তথ্য যাচাই,

তবুও জেগে উঠিনি কালঘুম থেকে,মোহের বশে শুধু সব কিনে নেবার তীব্র অহংকার,শুধুই কিনছি,আর কাকে কবার কিভাবে বেচে দেবো তাই ভেবে ভেবে পুলকে নেচে উঠছি।

সত‍্য আর ন‍্যায়ের থেকে শতক্রোশ দূরে সুবিধাবাদের চাদরে মোড়া আয়েশের পালংকে শুয়ে শুয়ে পরবর্তী প্রজন্মকে জ্ঞান দিচ্ছি , "মানুষ হও"..

আরে ভাই,ওকে অন্ধ হতে বলো...

চোখ খুলে কি দেখবে?তোমাদের নারকীয় ব‍্যবহারে বিপর্যস্ত সভ‍্যতা...


বড়ো অসহায় আমাদের অঙ্কুরেরা...

জল ,হাওয়া,মাটি আর মানুষ শতভাগ দূষিত হওয়ার আগে...

হে আলোক দিশারী মণীষীগণ,অন্ধকারময় এই পরিস্থিতিতে বিপদসঙ্কুল পথে আগামী ভবিষ্যৎ রক্ষার্থে আবার তোমরা ফিরে এসো...

এই নীলাকাশ, মাঠের সবুজ, নদীপাড়ের কাশ,

অবুঝ কিছু বিশুদ্ধ হৃদয় তোমাদের পরশ পাবে..

হাপিত‍্যেশ করে বসে আছে ওরা তোমাদের আগমনের অপেক্ষায়...