Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা-শেষ ঠিকানাকলমে-সুদীপ্তা দে সরকারতারিখ-০৭/১০/২০২০
জীবনবাতি নিভবে সবার,কারো আগে,কারো পরে,শূন্য হাতে যেতেই হবে,চার কাঁধে ভর করে। নির্বোধগুলো করছে তবু,পাল্লা দিয়ে লড়াই,কালের স্রোতে হারাবে সব,কমছেনা তাও বড়াই।ঠুনকো শ্বাসে ভরসা …

 


কবিতা-শেষ ঠিকানা

কলমে-সুদীপ্তা দে সরকার

তারিখ-০৭/১০/২০২০


জীবনবাতি নিভবে সবার,কারো আগে,কারো পরে,

শূন্য হাতে যেতেই হবে,চার কাঁধে ভর করে। 

নির্বোধগুলো করছে তবু,পাল্লা দিয়ে লড়াই,

কালের স্রোতে হারাবে সব,কমছেনা তাও বড়াই।

ঠুনকো শ্বাসে ভরসা করে ভরছে পাপের ভাঁড়,

অবুঝ মানুষ নকল মায়ায় করছে জীবনপার।

ধূলোয় মিশে যাবে সবার মিথ্যে অহংকার,

মৃত্যু এলেই এক নিমেষে হবে তা ছারখার।

চিরতরে সাধের দেহও চিতায় হবে শেষ,

বন্ধ হবে জীবন খাতার সকল হিসেব নিকেশ।

অনিশ্চিত এই জীবন নিয়ে বাঁচো হেসে খেলে,

কবে কার আসবে যে ডাক,যেতেই হবে চলে।

মহাকালের লিখনটা কেউ খন্ডাতে না পারে,

শেষ ঠিকানায় পৌঁছে যাবে,কেউ আগে,কেউ পরে।