# কবিতা_ "মনে পরে"# কলমে_ রত্না বাগ ১৮|১০|২০২০
মনে পরে,এই তো সেদিন তুমি ছিলে আমার পাশে।হঠাৎ একটা দমকা হাওয়া এল,ওপারের ডাক এল।কাল গ্রাস করলো তোমাকে,মুহূর্তে তোমাকে ছিনিয়ে নিয়ে গেল আমার কাছ থেকে।তোমার আমার একটু একটু …
# কবিতা_ "মনে পরে"
# কলমে_ রত্না বাগ
১৮|১০|২০২০
মনে পরে,
এই তো সেদিন তুমি ছিলে আমার পাশে।
হঠাৎ একটা দমকা হাওয়া এল,
ওপারের ডাক এল।
কাল গ্রাস করলো তোমাকে,
মুহূর্তে তোমাকে ছিনিয়ে নিয়ে গেল আমার কাছ থেকে।
তোমার আমার একটু একটু করে গড়ে তোলা,
ভালোবাসার ঘর শুন্য হল।
আজ ততীতের স্মৃতি বহন করে দাড়িয়ে আছে।
কত হাসি, কত গল্প,কত রাগ, কত মান অভিমান,কত চাওয়া,পাওয়া,
সবই রয়ে গেল।
শুধু তুমি আজ নেই।
শুন্য ঘর।
শুন্য তোমার স্বপ্নের পৃথিবী।
মনকে কুঁরে কুঁরে খাচ্ছে।
দীর্ঘ নয় মাস আমি বাড়ি ছাড়া।
তোমার স্মৃতি বৃকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি।
বড় ক্লান্ত আমি।
এখন ঘরে ফেরার পালা।
তোমার ভালোবাসার তৈরী বাড়িতে ফিরে আসছি আমি।