Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#বিষয়_কবিতা#শিরোনাম_আমি একজন নারী #কলমে_মহুয়া ব্যানার্জী#তারিখ_18/10/2020
✨✨✨✨✨✨নিজের নাম টুকু ছাড়া আমাদের নিজস্ব বলতে সত্যি কি কিছু আছে?
হ্যাঁ,আমিও একজন নারী।জন্মের পর পরিচিতির জন্য একটা নাম পাই আমরা।
আর পদবি _সেটি বাবার থেকে ধার ক…


 



#বিষয়_কবিতা

#শিরোনাম_আমি একজন নারী 

#কলমে_মহুয়া ব্যানার্জী

#তারিখ_18/10/2020


✨✨✨✨✨✨

নিজের নাম টুকু ছাড়া আমাদের নিজস্ব বলতে সত্যি কি কিছু আছে?


হ্যাঁ,আমিও একজন নারী।

জন্মের পর পরিচিতির জন্য একটা নাম পাই আমরা।


আর পদবি _সেটি বাবার থেকে ধার করা।

বিয়ের পর বাবার সেই ধার শোধ করে স্বামীর পদবি গ্রহণ করি।


পিতার আলয়ে বেড়ে উঠি যখন তখন বলি সেটা 'আমার বাড়ি'


যৌবনে আবার হয় ঠিকানা বদল। তখন স্বামীর বাড়ি টিকেই বলি 'আমার বাড়ি'।


বৃদ্ধ বয়সে হয়তো কারোর কপালে জোটে আবার ঠিকানা বদল- কোনো এক বৃদ্ধাশ্রমে গিয়ে শেষ দিনটার জন্য অপেক্ষাময় জীবন।


কারোর কন্যা কারোর স্ত্রী কারোর মা_এই পরিচয়েই আটকে থাকে জীবনটা।


এত কিছুর পরও আমরা সবটুকু মানিয়ে নিয়ে সকলকে সুখী রাখার লড়াই করে যাই।


তবুও আমাদের শুনতে হয় আমারা নারীরা কিছুই পারিনা,


সন্তানের জন্ম দেওয়া,দিন রাত এক করে তাকে মানুষ করা সবই করতে পারে একজন নারী।


তবে কেন প্রতিটা নারীকে জন্মের পর থেকে নানা বাঁধা, নিষেধ মেনে চলতে হয়?


কেন তারা পারে না 'উন্মুক্ত' বিহঙ্গের মতো খোলা আকাশে বিচরণ করতে?


তবুও একজন নারী হয়ে আমি গর্বিত।


✨✨✨✨✨✨✨✨