Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গ্যাংটকে ভূমিকম্প নবমীর দুপুরে

মহানবমীর দুপুরে কেঁপে উঠলো সিকিমের রাজধানী গ্যাংটক শহর।রেখটর স্কেলে ভূ কম্পনের মাত্রা ছিল 3.6 ।গ্যাংটক শহরে কম্পন মানে তা ছড়িয়ে পড়ে সমগ্র পাহাড় জুড়েই।তবে ভূ কম্পনের মাত্রা কম থাকায় সে রকম কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি। ঘড়ির কাঁ…

 


মহানবমীর দুপুরে কেঁপে উঠলো সিকিমের রাজধানী গ্যাংটক শহর।রেখটর স্কেলে ভূ কম্পনের মাত্রা ছিল 3.6 ।গ্যাংটক শহরে কম্পন মানে তা ছড়িয়ে পড়ে সমগ্র পাহাড় জুড়েই।তবে ভূ কম্পনের মাত্রা কম থাকায় সে রকম কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।

 ঘড়ির কাঁটায় তখন বারোটা বেজে ছয় মিনিট।কম্পন অনুভব করেন গ্যাংটক সহ পাহাড়ের বিস্তীর্ন অঞ্চল।

হোটেল ছেড়ে বেরিয়ে আসেন মানুষ জন।অবস্থা স্বাভাবিক হতে সময় লাগে।

নবমীর দুপুরে এই কম্পনে ভয় পেয়ে যান পাহাড়ের মানুষ জন।

কম্পনের মাত্রা কম থাকাতে কম্পন খুব সামান্য সময় ধরে হয়।তেমন কোন ক্ষতি হয়নি পাহাড় জুড়ে ।

তরুন চট্টোপাধ্যায়