Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রকাশিত হলো রঘুবংশ পত্রিকার নববর্ষ সংখ্যা

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : দ্বাদশ বর্ষ অতিক্রম করে ত্রয়োদশ বর্ষে পা রাখা সাহিত্যিক শ্রীকান্ত ভট্টাচার্য সম্পাদিত রঘুবংশ পত্রিকার নববর্ষ সংখ্যা। শনিবার সকালে মেদিনীপুর ফিল্ম সোসাইটির সভাগৃহে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে পত্রিকা…


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : দ্বাদশ বর্ষ অতিক্রম করে ত্রয়োদশ বর্ষে পা রাখা সাহিত্যিক শ্রীকান্ত ভট্টাচার্য সম্পাদিত রঘুবংশ পত্রিকার নববর্ষ সংখ্যা। শনিবার সকালে মেদিনীপুর ফিল্ম সোসাইটির সভাগৃহে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে পত্রিকাটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা ড.মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়। এবারের সংখ্যাটি উৎসর্গ করা হয়েছে কলেজিয়েট স্কুলের প্রাক্তন শিক্ষক, প্রাবন্ধিক প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিতে। তাঁকে নিয়ে বেশ কয়েকটি লেখা রয়েছে এই সংখ্যায়।

অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন নন্দিনী ভকত। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও চিত্র সমালোচক সিদ্ধার্থ সাঁতরা,কাগজের নৌকা পত্রিকার সম্পাদক বরুন বিশ্বাস,নয়ন পত্রিকার সম্পাদক বিদ্যুৎ পাল,কাব্য ও কলার কর্ণাধার চিত্তরঞ্জন দাস, উপত্যকা পত্রিকার সম্পাদক কবি তাপস মাইতি, প্রাবন্ধিক, সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া, গল্পকার বিনোদ মন্ডল, মেদিনীকন্ঠ পত্রিকার সম্পাদক সৌমিত্র চক্রবর্তী, প্রধান শিক্ষক স্বপন পৈড়া, শিক্ষক গৌতম ভকত, অধ্যাপিকা রুবি আদক, সমাজকর্মী প্রতিমা রানা, ডলি নায়ক, পারমিতা সাউ,রীতা বেরা, সঙ্গীত শিল্পী দীনেশ দে  ও সমীর মহান্তী, বাচিক শিল্পী রত্না দে, মৌসুমী দাস চট্টোপাধ্যায় , নির্মল  আচার্য, নির্মাল্য খামখাট, সমাজকর্মী মৌমিতা বাঁকুড়া সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। রঘুবংশের পক্ষে উপস্থিত ছিলেন ইন্দ্রদীপ সিনহা, মৃত্যুঞ্জয় জানা, সৌমেন পাল প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন। উপস্থিত সকলে রঘুবংশ পত্রিকার ভূয়সী প্রশংসা করেন।কবি সিদ্ধার্থ সাঁতরা প্রয়াত শিক্ষক বুদ্ধদেব ভট্টাচার্যের বিশেষ স্মৃতি চারণ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সভাপতি ড.শান্তনু পান্ডা। সঞ্চালনা করেন দীপান্বিতা জানা। অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান সম্পাদক শ্রীকান্ত ভট্টাচার্য ও সভাপতি ড.শান্তনু পান্ডা।