Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থতার ছবি দেখে ক্ষুব্ধ অনুগামীরা

তরুন চট্টোপাধ্যায়মহা অষ্টমীর সন্ধ্যায় সস্ত্রীক রাজ্যপাল জগদীশ ধনকড় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের ভবনে যান ।সেখানে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন।তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যের কাছ থেকে বু…



 তরুন চট্টোপাধ্যায়

মহা অষ্টমীর সন্ধ্যায় সস্ত্রীক রাজ্যপাল জগদীশ ধনকড় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের ভবনে যান ।সেখানে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন।তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যের কাছ থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের শারিরীক খোঁজ খবর ও নেন।দুজনকেই শারদ শুভেচ্ছা জানান।

কিন্তু গোল বেঁধেছে অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যের তোলা ছবি নিয়ে ।বুদ্ধদেব ভট্টাচার্যের অনুগামীরা কমরেডের এই ছবি দেখতে নারাজ। পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম জানান রাজ্যপাল কি সেখানে গিয়েছিলেন নিজের প্রচার করতে। কোন মানুষের ছবি না জানিয়ে তা তোলা ও জন সমক্ষে প্রকাশ করা যায় না।

প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজেই ছিলেন প্রচার বিমুখ। তাঁর এই অসুস্থ অবস্থায় ছবি যা কষ্ট দিচ্ছে অনুগামীদের।

গলায় অক্সিজেন নল, বিছানায় শুয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ।এ ছবি কেমন করে পোস্ট করতে পারেন রাজ্যপাল । প্রশ্ন উঠেছে নানা মহলে।