আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন বলে কথা।সমগ্র পৃথিবীর নজর এখন সেই দিকে।কারন আমেরিকার সঙ্গে বৈদেশিক বিনিয়োগ থেকে শুরু করে অস্ত্র আমদানির মতো অতি প্রয়োজনীয় বিষয় টি জড়িয়ে রয়েছে।এবার কি আবার ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসা ,নাকি বাইডেন।আর এ…
![]() |
ছবি সংগৃহীত |
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন বলে কথা।সমগ্র পৃথিবীর নজর এখন সেই দিকে।কারন আমেরিকার সঙ্গে বৈদেশিক বিনিয়োগ থেকে শুরু করে অস্ত্র আমদানির মতো অতি প্রয়োজনীয় বিষয় টি জড়িয়ে রয়েছে।এবার কি আবার ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসা ,নাকি বাইডেন।আর এসব নিয়ে এখন জল্পনা তুঙ্গে ।
ইতিমধ্যেই মার্কিন নির্বাচন কারচুপির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে যাওয়ার হূশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প।এদিকে নির্বাচনর ফলাফল নিয়ে আত্মতুষ্টিতে বাইডেন।তবে কি ফলাফলে সেরকম কিছু পরিবর্তনের আভাষ মিলছে।গননা থামাতে চাইছেন ট্রাম্প কেনই বা।নানা প্রশ্নের জট খুলতে আরো কিছু প্রক্রিয়া বাকি।তার পরেই জানা যাবে আসল সত্য ।কে বসবে মার্কিন প্রেসিডেন্ট এর গদিতে।
ভোট পরবর্তী সমীক্ষায় অনেকটাই এগিয়ে আছেন নাকি বাইডেন।তবে সমীক্ষা সমীক্ষাই।এর সত্যতা সব সময় মিলবে এমন কোন মাথার দিব্যি নেই।হতেও পারে আবার নাও হতে পারে।তবে উপরাষ্ট্রপতি বাইডেন অনেক টাই এগিয়ে সমীক্ষায় ।যদিও একথা মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্প ।
সাংবাদিক বৈঠকে ট্রাম্প বললেন,নির্বাচনের যে টুকু ফলাফল পাওয়া গিয়েছে তা অসাধারণ ।আমরা জিতে গেছি।তবে মার্কিন নাগরিক দের সঙ্গে প্রতারণা করা হচ্ছে ।
জর্জিয়া, ক্যারোলাইনা , মিশিগান ও পেনসিলভেনিয়ার ফলাফল বলছে আমরা জিতেই আছি।তবে এর পর যদি হারি কোর্টে যাব।কেন এখনো বহূ রাজ্যের ফলাফল ঘোষনা করা হলো না।আর সে জন্যই আইনের দ্বারস্থ হতে চান ট্রাম্প । উইসকিনসন ,মিশিগান সহ নানা রাজ্য থেকে ডাক যোগে সব ভোট এখনো এসে পৌঁছাতে পারেনি।ফলেই বিলম্ব ।
মেইল ইন ভোট পদ্ধতির বিরুদ্ধে ই ডোনাল্ড ট্রাম্প ।তিনি যদি নির্বাচনে পরাজিত হন তা হলে তা নিয়ে সাংবিধানিক লড়াই এ তিনি নামবেন।
জানা গেছে এবারের ভোটে বহূ ডেমোক্র্যাট ই ডাক যোগে ভোট দিয়েছেন।আর এই সমস্ত ভোট চলে এলে ফলাফল উল্টে যেতেই পারে।তাই আগেভাগেই ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের হূশিয়ারি দিয়ে রাখলেন।
অত্যন্ত জটিল পদ্ধতি তে নির্বাচন হয় মার্কিন দেশে।আমাদের দেশে যেমন পোস্টাল ব্যালট হয় ঠিক সে রকম নয়।আইন কানুন ও আলাদা ।
মেইল ইন ভোট পদ্ধতি এদেশে অত্যন্ত জনপ্রিয় ।আর এই মেইল ইন এর ভোটেই কারচুপির অভিযোগ তুলেছেন ট্রাম্প ।
ডোনাল্ড ট্রাম্প না বাইডেন।কে হবে মার্কিন প্রেসিডেন্ট ।আর তা নিয়ে সরগরম সাগর পারের এই দেশ।
পৃথিবী জুড়ে এই লড়াই এর আঁচ এসে পড়েছে ।
ট্রাম্প আর বাইডেনের ভোট যুদ্ধ এখন তুঙ্গে ।আর সেই ফলাফলের দিকে তাকিয়ে সমগ্র দেশ।
তরুন চট্টোপাধ্যায় ।