Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

"চলচিত্র ও ভাবনায় ঋত্বিক ঘটক"–

"চলচিত্র ও ভাবনায় ঋত্বিক ঘটক"–-----------"হ‍্যাঁ, আবার ছবি বানাচ্ছি,ছবি বানানো ছাড়া আর কি ই বা করতে পারি আমি"-- ভবাণীপুরের বাড়িতে বসে ঋত্বিক ঘটক একথাই বলেছিলেন মহানায়িকা সুচিত্রা সেনকে।তাদের কথা হয়েছিল "র…

 


"চলচিত্র ও ভাবনায় ঋত্বিক ঘটক"–

-----------

"হ‍্যাঁ, আবার ছবি বানাচ্ছি,ছবি বানানো ছাড়া আর কি ই বা করতে পারি আমি"-- ভবাণীপুরের বাড়িতে বসে ঋত্বিক ঘটক একথাই বলেছিলেন মহানায়িকা সুচিত্রা সেনকে।তাদের কথা হয়েছিল "রঙের গোলাম" ছবিটির জন‍্য।

চলচ্চিত্রের খ‍্যাতির শীর্ষে থাকা এই পরিচালকের জন্ম ১৯২৫ সালের আজকের এই দিনটিতে অর্থাৎ ৪ই নভেম্বর। নিজেই নিজেকে বলতেন "ভাঙ্গা বুদ্ধিজীবী" অর্থাৎ"Broken intellectual"।কথা বলতে চাইতেন!নিজের কথা,দেশের কথা-দশের কথা। কিন্তু মানুষ বুঝতে পারেনি। কেউ কেউ বলতেন,'কি সব বানায় কোন ব‍্যাকরণ ছাড়া'। "কালকে বা দশ বছর পরেও যদি সিনেমার থেকেও ভাল কোন মাধ‍্যম বেরোয়, সিনেমাকে লাথি মেরে,সেখানে চলে যাব"- এভাবেই নিজেকে ভেঙ্গছেন বাঙলার 'ভবা'।


      ছেলেবেলা থেকেই হাতে কলম তুলে নিয়েছিল ঢাকাই ভবা। "অভিধারা" পত্রিকায় লিখতেন ঋত্বিক।১৯৪৭ এর দেশভাগের সময় নিজের জন্মভিটে ছেড়ে রিফিউজি হতে হয় ঋত্বিককে।বাংলা ভাগের এই ব‍্যাথা তাঁকে শান্তিতে থাকতে দেয়নি। 'ওপারেই আমার দেশের বাড়ি।ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে,এত কাছে অথচ কোনো দিন ওখানে পোঁছতে পারব না।ওটা বিদেশ '-দেশভাগের কাঁটার যন্ত্রণা ধরা পড়েছে তার একের পর এক কাজে।কাউকে এপার বাংলা বলতে শুনলে চেঁচিয়ে উঠতেন---"বাংলার আবার এপার ওপার কী!"

অভিনয় করেছেন উৎপল দত্তের 'বিসর্জন' নাটকে রঘুপতির চরিত্রে। ১৯৪৮ সালে যোগ দেন ভারতীয় গণনাট‍্যে। সে বছর ই লেখেন নিজের প্রথম নাটক"কালো সায়োর"।কমিউনিষ্ট মতাদর্শে বিশ্বাসী ঋত্বিক কাজ করেছেন ব্রেটোল্ট ব্রেষ্টের The life of Gallilio" নাটকের অনুবাদ গ‍্যালিলিও চরিত্রে। ম‍্যাক্সিম গোর্কি র "The lower depths" নাটকের অনুকরনে কাজ করেছেন "নীচের মহল" নাটকে।

    কল্পনায় নিজের চরিত্রদের সঙ্গে কথা বলতেন ঋত্বিক। কখনো বিমল মাষ্টারকে বলতেন-'ও মাস্টার আমায় পাবনা লয়ে যাবা'। আবার কখনো হরিপদ দাসের কাছে বুলবুল ভাজা চাইতেন। নীতা-সনতকে পাশাপাশি বসিয়ে ঝিকঝিক ট্রেনের আওয়াজে বলতেন না বলা কত কথা। কিংবা এই বুদ্ধ বলে উঠতেন-"ভাবো ভাবো...ভাবা practice করো"। বাঙালি এই কথাটি মনে রাখলেও মনে রাখেনি পরের দুটি লাইন যেখানে ঋত্বিক বলছেন"আমার তো হোল না,তোমরা ভাবলে কাজ হবে"। এই ক্ষ‍্যাপাই বলেছিলেন"রবীন্দ্রনাথ এর কথা অনুযায়ী শিল্প সুন্দর হ ওয়া প্রয়োজন। তাই বারবার সিনেমাকে মাধ‍্যম বানিয়ে গর্জে উঠেছেন তিনি।


অমিতাভ গঙ্গোপাধ্যায়

৪.১১.২০২০