Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজেপির ডাকা বারো ঘন্টার বনধ ঘিরে আজ উওপ্ত বাগনান।

তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।আজ বিজেপির ডাকা বারো ঘন্টার বাগনান বনধ কে ঘিরে ধুন্ধুমার কান্ড বাগনানে । বনধের সমর্থনে বাগনানের রথ তলায় বিজেপি কর্মীরা জড়ো হয়। অন্য দিকে তৃনমূল সমর্থকেরা এখানে মিছিল করে বনধ ভাঙার আওয়াজ তোলে। ফলে দুদলের…

 


তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।

আজ বিজেপির ডাকা বারো ঘন্টার বাগনান বনধ কে ঘিরে ধুন্ধুমার কান্ড বাগনানে । বনধের সমর্থনে বাগনানের রথ তলায় বিজেপি কর্মীরা জড়ো হয়। অন্য দিকে তৃনমূল সমর্থকেরা এখানে মিছিল করে বনধ ভাঙার আওয়াজ তোলে। ফলে দুদলের মধ্যে হাতাহাতির সম্ভাবনা ক্রমশই বেড়ে চলে।

বিজেপির ডাকা বনধ থেকে গন্ডগোল হতে পারে এমন আগাম খবর ছিল পুলিশের কাছে। তাই আগে থেকেই এখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল।

পুলিশ বিজেপি কর্মীদের প্রথমে সরে যেতে বলে। কিন্তু তা না সরলে লাঠি উঁচিয়ে তাড়া করে। বিজেপি কর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেন বিজেপি নেতৃত্ব ।


বিজেপির ডাকা আজ বারো ঘন্টা বনধ কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে। বিশাল পুলিশ বাহিনী এলাকায় টহল শুরু করেছে।। বেশ কিছু বিজেপি সমর্থক কে পুলিশ আটক করেছে।

ঘটনার সূত্রপাত গতকাল থেকেই। বিজেপির সৌমিত্র খাঁ এদিন থানায় যান কর্মীদের নিয়ে আইন শৃঙ্খলার অবনতির জন্য । সেখানে বচসা বাধে পুলিশের সঙ্গে ।বিজেপির অভিযোগ পুলিশ তাদের কর্মীদের মারধোর করেছে। তার প্রতিবাদেই আজকর বনধ।

উৎসবের মরসুমে বাংলা জুড়ে চলছে বিজেপি বনাম তৃনমূলের লড়াই । শুধু বাগনান নয় এই লড়াই ছড়িয়ে পড়ছে বাংলা জুড়েই। আর এই সব গন্ডগোল হচ্ছে একুশের ভোটকে কেন্দ্র করেই।

তৃনমূল জানায় এখন থেকেই বিজেপি হিংসার রাজনীতি শুরু করে দিয়েছে।

বিজেপির অভিযোগ মমতার তৃনমূল বুঝেছে ওদের পায়ের তলার মাটি ক্রমশই আলগা হচ্ছে । তাই পুলিশ কে সঙ্গে নিয়ে বিজেপি কর্মীদের ওপর চলছে অত্যাচার ।

শান্তিপূর্ণ ভাবে ডাকা আজকের বনধে পুলিশ ইচ্ছে করে লাঠিচার্জ করে দিদির সরকারকে টিঁকিয়ে রাখতে চাইছে। কিন্তু জনগন সব দেখেছেন। একুশেই শেষ দিদির সরকার ।

গতকাল ও আজ বাগনানে লড়াই চললো বিজেপি ও তৃনমূলের ।

নির্বাচন যত এগিয়ে আসছে অশান্তির পারদ ছড়িয়ে পড়ছে বঙ্গ জুড়ে ই।