Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিহারের ভোট মিটলো শান্তি তে।ফলাফল মঙ্গলবার

আজ শেষ হলো বিহার বিধানসভার ভোট।মোট তিন দফায় ভোট হয়েছে বিহারে।আজ সন্ধ্যায় ভোট শেষ হয়।মঙ্গলবার বিহার ভোটের ফলাফল জানা যাবে।ভোট ঘোষনার প্রথম দিকে নীতিশ কুমারের ভোটের পাল্লা ছিল বেশি।এন ডি এ জোট অতি সহজেই জিতবে এরকমই হাওয়া ছিল।আর প্র…

 


আজ শেষ হলো বিহার বিধানসভার ভোট।মোট তিন দফায় ভোট হয়েছে বিহারে।আজ সন্ধ্যায় ভোট শেষ হয়।মঙ্গলবার বিহার ভোটের ফলাফল জানা যাবে।

ভোট ঘোষনার প্রথম দিকে নীতিশ কুমারের ভোটের পাল্লা ছিল বেশি।এন ডি এ জোট অতি সহজেই জিতবে এরকমই হাওয়া ছিল।আর প্রধানমন্ত্রী নিজেই ঘোষনা করেন আবার ও নীতিশ বিহারের মুখ্যমন্ত্রী ।কিন্তু দিন যত এগিয়েছে হাওয়া ঘুরেছে।তেজস্বী যাদবের মহাজোট আস্তে আস্তে নিজেদের পালে হাওয়া টানে।ফলে ভোটের শেষ দিনে বোঝা যাচ্ছে লড়াই হবে হাড্ডাহাড্ডি ।

কত আসন কোন দল পাবে তা নিয়ে বুথ ফেরত সমীক্ষা তে দেখা যাচ্ছে লড়াই হবে প্রত্যেক আসনেই।যদি ম্যাজিক ফিগার কেউ না পায় তখন নির্দল ভরসা ছাড়া আর কোন উপায় নেই।আর সেদিকে যাবার একটা টেন্ড দেখা যাচ্ছে ।

বিহার ভোটের ফলাফল কি বাংলার ভোটে পড়বে।এ নিয়ে ধন্দে রয়েছে বাংলার সব রাজনৈতিক দল।বিজেপি হারলে এ রাজ্যের তৃনমূল খুশি হবে।আবার বিজেপি পরাজিত হলে এখানকার বাম ও কংগ্রেস জোট অক্সিজেন পাবে।

তবে যাই ঘটুক না কেন বাংলা তে আসল লড়াই হবে তৃনমূল ও বিজেপির মধ্যেই ।

তবে বিহারের ভোটে যে কোন হিংসা ঘটে নি তাতে সকলেই খুশি।কিন্তু প্রশ্ন উঠছে বাংলার ভোটে বার বার হিংসা ছড়াচ্ছে কেন।

বাংলার মানুষ চাইছেন এ রাজ্যে ভোট হোক শান্তিপূর্ণ ।

বাংলার ভোটে এখন চলছে এ দল আর ও দলের দড়ি টানাটানি ।কে কত নেতাকে নিজের দলে আনতে পারেন তার প্রতিযোগিতা ।


তরুন চট্টোপাধ্যায় ।